ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
Sharenews24

শাহজালালে কাস্টমসের সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু

২০২৪ অক্টোবর ১১ ২৩:১৫:৫৪
শাহজালালে কাস্টমসের সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

এক শ্রেণির যাত্রীরা শুল্ক ফাঁকি দিয়ে পণ্য বের করার নানা চেষ্টার পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হচ্ছে।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, গত দুই দিনে প্রায় ১৪ লাখ টাকার শুধু মোবাইলের এলসিডি জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার (১১ অক্টোবর) বিমানবন্দর কাস্টমসের যুগ্ম কমিশনার আলামিন হোসেন জানিয়েছেন, বর্তমানে এক শ্রেণির যাত্রীদের শুল্কায়ন ছাড়াই পণ্য বের করে নিয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। লাগেজ রুলসের বাইরেও তারা অধিক ওজনের মালামালা নিয়ে আসছেন।

তিনি জানান, এছাড়াও যেগুলো শুল্কায়িত পণ্য সেগুলোও নিয়ে এসে শুল্ক ছাড়াই বের হওয়ার চেষ্টা করছেন। এ অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা ক্র্যাশ প্রোগ্রাম চালু করেছি। গত বুধবার থেকে আমাদের অভিযান চলছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হলো যাত্রীদের অবশ্যই লাগেজ রুলস ফলো করতে হবে। এর বাইরে তিনি যদি অতিরিক্ত মালামাল নিয়ে আসেন সেগুলোর শুল্ক দিতে হবে। শুল্ক ছাড়া অতিরিক্ত কোনও পণ্যই বের হবে না।

কাস্টমসের একটি সূত্র জানায়, গত দুই তিন দিনে মোবাইলের এলসিডি জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৪ লাখ টাকার ওপরে।

পাশাপাশি অন্যান্য পণ্য জব্দ ও অনেক পণ্যের শুল্ক আদায় করে ছেড়ে দেওয়া হচ্ছে।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে