ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনের দাবি বিনিয়োগকারীদের

২০২৪ অক্টোবর ০৯ ২১:০৬:৪০
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনের দাবি বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে আয়োজিত মানববন্ধনে বিনিয়োগকারীরা দেশে একটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনের দাবি জানিয়েছেন।

আজ বুধবার (০৯ অক্টোবর) রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরাতন ভবনের সামনে সংগঠনটির নেতারাসহ সাধারণ বিনিয়োগকারীরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের একাংশের সভাপতি মিজানুর রশিদ চৌধুরী, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হারুন, অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান বলেন, আমরা সরকারের কাছে দুই স্টক এক্সচেঞ্জ বাদ দিয়ে একটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনের দাবি জানাচ্ছি।

এরপর অনেক বিনিয়োগকারীও দেশে একটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনের দাবির স্বপক্ষে বক্তব্য দেন।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে