ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

২২ বছর পর ব্রাজিলের ঘরে হেক্সা

২০২৪ অক্টোবর ০৭ ১৩:৩৮:০৪
২২ বছর পর ব্রাজিলের ঘরে হেক্সা

ক্রীড়া ডেস্ক : বিশ্বমঞ্চে নিজেদের হেক্সা মিশন পূর্ণ করল ব্রাজিলের ফুটসাল দল। ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসরে আর্জেন্টিনাকে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো শিরোপা উল্লাস করলো ব্রাজিলিয়ানরা।

২০০২ সালে ফিফা ফুটবল বিশ্বকাপে নিজেদের পঞ্চম শিরোপা ঘরে তুলেছিল ব্রাজিল। এরপর থেকে ২২ বছর ধরে নিজেদের ষষ্ঠ শিরোপার অপেক্ষায় সেলেসাওরা। তবে বহুল কাঙ্ক্ষিত সেই শিরোপার ধারেকাছেও যেতে পারছে না বিশ্বকাপের রেকর্ড চ্যাম্পিয়নরা। বেশিরভাগ সময়ই কোয়ার্টার ফাইনাল থেকে স্বপ্নভঙ্গ হয়েছে দলটির। তবে এবার ধরা দিয়েছে সেই কাঙ্খিত হেক্স।

রোববার (৬ অক্টোবর) উজবেকিস্তানের তাসখন্দে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে ফেরাও এবং সান্তোস গোল করেন। অন্যদিকে আর্জেন্টিনার হয়ে মাটিয়াস রোহা একটি গোল করেন।

ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় সেলেসাওরা। গোল করে দলকে লিড এনে দেন ফেরাও। এর ৭ মিনিট পর লিড বাড়ান রাফা সান্তোস।

অন্যদিকে আর্জেন্টিনার হয়ে ম্যাচের ৩৮তম মিনিটে একটি গোল পরিশোধ করেন রোহা।

এদিকে একই ভেন্যুতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ৭-১ গোলে বিধ্বস্ত করে তৃতীয় হয় স্বাগতিক উজবেকিস্তান।

এস/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে