ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

পতনে ৯ কোম্পানির মূখ্য অবদান

২০২৪ অক্টোবর ০৬ ১৫:৪০:৩৭
পতনে ৯ কোম্পানির মূখ্য অবদান

নিজস্ব প্রতিবেদক ; আগের দিন বিনিয়োগকারীদের আন্দোলনের কারণে উত্থান হলেও রোববার (০৬ অক্টোবর) আবার বড় পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন লেনদেনে অংশ নেয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর বাড়লেও ৯ কোম্পানি পতনে মূখ্য অবদান রেখেছে।

কোম্পানিগুলো হলো : ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, লাফার্জহোলসিম, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্সা, গ্রামীণফোন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং পাওযার গ্রিড।

আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৮৩ পয়েন্ট পতন হয়েছে। এর মধ্যে ৯ কোম্পানর মাধ্যমে কমেছে ৭২ পয়েন্ট বা ৮৬ শতাংশ।

ইসলামী ব্যাংক

আগের দিন ইসলামী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬১ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৫৫ টাকা ৪০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৬ টাকা ১০ পয়সা বা ৯.৯২ শতাংশ কমেছে। শেয়ার দর এই পতনের মাধ্যমে শেয়ারবাজারে সূচক কমেছে ৪০.৭৬ পয়েন্ট। এই একটি কোম্পানির মাধ্যমে সূচকের মোট পতনের অর্ধেক হয়েছে।

স্কয়ার ফার্মা

স্কয়ার ফার্মার শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ২২৯ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ২২৬ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ২ টাকা ৪০ পয়সা বা ১.০৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে শেয়ারবাজারে কোম্পানিটির সূচক কমেছে ৫.৭১ পয়েন্ট। যা শেয়ারবাজার পতনে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা রেখেছে।

লাফার্জহোলসিম

আগের দিন লাফার্জহোলসিমের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৯ টাকা ৭০ পয়সায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৫৬ টাকা ৬০ পয়সা। অর্থাৎ শেয়ারটির দর ৩ টাকা ১০ পয়সা বা ৫.১৯ শতাংশ কমেছে। শেয়ার দরে এই পতনের মাধ্যমে বাজারে কোম্পানিটির সূচক কমেছে ৫.৩৭ পয়েন্ট। যা তৃতীয় সর্বোচ্চ অবদান।

বাজারের বড় পতনে অন্য যেসব কোম্পানির অবদান রয়েছে সেগুলোর মধ্যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৫.২৯ পয়েন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৩.৮৫ পয়েন্ট, খান ব্রাদার্সের ৩.৫৬ পয়েন্ট, গ্রামীণফোনের ৩.৩১ পয়েন্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২.১৬ পয়েন্ট এবং পাওয়ার গ্রিডের মাধ্যমে সূচক ২.০৫ পয়েন্ট কমেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, বাজারে অস্থিরতা বিরাজ করায় এতো বড় পতন। যেকোনো মূল্যে বাজারের এই পতন ঠেকাতে হবে। এজন্য নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঠিক সিদ্ধান্ত গ্রহণকরতেহবে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে