ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
Sharenews24

‘জেড’ ক্যাটাগরির ১১ কোম্পানির বিনিয়োগকারীরা দিশেহারা

২০২৪ অক্টোবর ০৫ ১৭:২৩:২২
‘জেড’ ক্যাটাগরির ১১ কোম্পানির বিনিয়োগকারীরা দিশেহারা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৯ সেপ্টেম্বর-০৩ অক্টোবর) শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির ১১ কোম্পানির শেয়ার দামে বড় ধস নেমেছে। সপ্তাহের ব্যবধানে কোম্পাগুলোর শেয়ার দাম ১৫ শতাংশ থেকে সাড়ে ১৮ শতাংশ পর্যন্ত কমেছে। কোম্পানিগুলোর শেয়ার আগের সপ্তাহেও পতনে ছিল। এসব কোম্পানি শেয়ারের বিনিয়োগকারীরা দিশেহারা হয়ে পড়েছেন।

কোম্পানিগুলো হলো-মিরাকল ইন্ডাষ্টিজ, বে লিজিং, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইন্দো-বাংলা ফার্মা, অ্যাসোসিয়েড অক্সিজেন, জিএসপি ফাইন্যান্স, ন্যাশনাল টি কোম্পানি, ফরচুন সুজ, সেন্ট্রাল ফার্মা, ফিনিক্স ফাইন্যান্স ও অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড।

কোম্পানিগুলো গত ২৫ সেপেম্বর ২০২৪ তারিখে ‘এ’ক্যাটাগরি ও ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে।

কোম্পানিগুলোর শেয়ার আগের সপ্তাহেও পতনের শীর্ষ তালিকায় অর্ন্তভুক্ত ছিল। বিদায়ী সপ্তাহেও পতনের শীর্ষ তালিকায় শীর্ষ স্থানে স্থান নিয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে বিদায়ী সপ্তাহে দাম কমেছে মিরাকল ইন্ডাষ্টিজের ১৮.৬০ শতাংশ, বে লিজিংয়ের ১৮.৪৫ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ১৭.৯৫ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ১৭.৯২ শতাংশ, অ্যাসোসিয়েড অক্সিজেনের ১৭.৭৫ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১৭.৩৯ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানির ১৭.১২, ফরচুন সুজের ১৬.৬৭ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ১৬.৩৯ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ১৬.২০ শতাংশ ও অলিম্পিক অ্যাক্সেসরিজের ১৫.৭৯ শতাংশ।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে