ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

মসজিদ আল হারাম ও নববীর নতুন চার ইমাম

২০২৪ অক্টোবর ০৪ ২২:৫৪:২৬
মসজিদ আল হারাম ও নববীর নতুন চার ইমাম

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের মক্কার মসজিদ আল হারাম ও মদিনার মসজিদে নববিতে চারজন নতুন ইমাম নিয়োগ দেওয়া হয়েছে।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার তাদের হারামাইন শরিফাইনে স্থায়ী ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মসজিদে হারাম ও মসজিদে নববির পরিচালনা পরিষদের প্রধান শায়খ আবদুর রহমান আস-সুদাইস সৌদি আরবের রাজকীয় আদেশ অনুসরণ করে তাদের এই নিয়োগ দেন।

আরব নিউজ জানিয়েছে, মসজিদ আল হারামের ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ বদর আল তুর্কি ও শায়খ ওয়ালিদ আশ শামসান।

অন্যদিকে, মসজিদে নববিতে নিয়োগ পেয়েছেন শায়খ আবদুল্লাহ আল কুরাফি ও শায়খ মুহাম্মদ বারহাজি।

গত রমজান মাসে দুই প্রধান মসজিদে তারাবির নামাজে এই চারজন তাদের ইমামতির মধ্য দিয়ে হাজি ও মুসল্লিদের মুগ্ধ করেছিলেন।

এর আগে অতিথি হিসেবে থাকলেও এবার নিয়মিত ইমাম হিসেবেও নিয়োগ পেলেন তারা।

প্রসঙ্গত, মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র স্থান মক্কার মসজিদ আল হারাম ও মদিনার মসজিদে নববি। মসজিদে হারামে এক রাকাত নামাজ এক লাখ রাকাত সওয়াবের সমান, আর মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়লে ৫০ হাজার রাকাতের সওয়াব পাওয়া যায়। তবে কোথাও কোথাও ১ হাজার রাকাতের কথাও পাওয়া যায়।

মামুন/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে