ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

বাজারকে পতনে ধরে রাখার চেষ্টা ৫ কোম্পানির

২০২৪ অক্টোবর ০৩ ১৮:০১:০৪
বাজারকে পতনে ধরে রাখার চেষ্টা ৫ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক : অব্যাহত পতনে বিনিয়োগকারীদের ক্ষোভের মুখে অবশেষে উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। শেয়ারবাজারের এই উত্থানকে কৃত্রিম বলছেন বাজার সংশ্লিষ্টরা। উত্থানে ফিরলেও বাজারকে পতনে টেনে ধরতে চেষ্টা অব্যাহত রেছেছে ৫ কোম্পানি।

কোম্পানিগুলো হলো : ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, ট্রাস্ট ব্যাংক, বিকন ফার্মা এবং পদ্মা অয়েল।

ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর গতকাল ছিল ৬২ টাকা ২০ পয়সায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৬১ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ আজ শেয়ারটির দর ৭০ পয়সা বা ১.১৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে শেয়ারবাজারে কোম্পানিটির সূচক কমেছে ৪.৬৮ পয়েন্ট। বাজারকে পতনে ধরে রাখতে কোম্পানিটি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।

গ্রামীণফোন

আগের দিন গ্রাগ্রামীণফোনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৪১ টাকা ১০ পয়সায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৩৩৭ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ আজ শেয়ারটির দর ৩ টাকা ২০ পয়সা বা ০.৯৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে সূচক কমেছে ১.৮০ পয়েন্ট। অর্থাৎ বাজারকে পতনে ধরে রাখতে কোম্পানিটি দ্বিতীয় সর্বোচ্চ চেষ্টা করেছে।

ট্রাস্ট ব্যাংক

আজ ট্রাস্ট ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর হয় ২৩ টাকা ৭০ পয়সায়। আগের দিন ব্যাংকটির শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪ টাকা ৭০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ১ টাকা বা ৪.০৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে শেয়ারবাজারে কোম্পানিটির সূচক কমেছে ১.৫৪ পয়েন্ট।

আজ শেয়ারবাজারকে পতনে ধরে রাখতে অন্য যেসব কোম্পানি চেষ্টা চালিয়েছে সেগুলোর মধ্যে বিকন ফার্মার ১.২৭ পয়েন্ট এবং পদ্মা অয়েলের সূচক ১.১৬ পয়েন্ট কমেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়লে কোন কোম্পানিই শেয়ার দর কমবে না। যেসব কোম্পানির শেয়ার দর কমেছে আশা করা যায় সামনের দিনগুলোতে কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে