ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

৭ কোম্পানির দখলে এক চতুর্থাংশ লেনদেন

২০২৪ অক্টোবর ০২ ১৭:৪০:০৭
৭ কোম্পানির দখলে এক চতুর্থাংশ লেনদেন

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে বড় পতন দেখেছে শেয়ারবাজার। বুধবার (০২ অক্টোবর) শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় সাড়ে ৩ শত কোম্পানির দর কমেছে। মাত্র হাতে গোনা কয়েকটির শেয়ার দর বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেট বাদে কোম্পানিগুলোর ৪২৬ কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে ৭ কোম্পানির লেনদেন হয়েছে শতকোটি টাকার বেশি।

কোম্পানিগুলো হলোঃ গ্রামীণফোন, লিনডেবিডি, ব্র্যাক ব্যাংক, সোনালী আঁশ, ইসলামী ব্যাংক, স্যোসাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

শেয়ারবাজারে আজ ৪৪০ কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১৪ কোটি টাকা। ব্লক মার্কেটের লেনদেন বাদ দিলে শেয়ারবাজারের লেনদেন দাঁড়ায় ৪২৬ কোটি টাকা। এই লেনদেনের মধ্যে ৭ কোম্পানির লেনদেন হয়েছে ১১৩ কোটি টাকা বা মোট লেনদেনের সাড়ে ২৬ শতাংশ

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোনের। কোম্পানির লেনদেন হয় ২০ কোটি ৭৬ লাখ টাকার। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ কোটি ৯৩ লাখ টাকা লিনডেবিডির আর তৃতীয় সর্বোচ্চ ১৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয় ব্র্যাক ব্যাংকের।

এছাড়া অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী আঁশের ১৬ কোটি টাকার, ইসলামী ব্যাংকের ১৫ কোটি ৪২ লাখ টাকার, স্যোসাল ইসলামী ব্যাংকের ১৪ কোটি ৫৭ লাখ টাকার এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১২ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে