ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

অধিনায়কত্ব ছাড়লেন সাউদি

২০২৪ অক্টোবর ০২ ১১:২৪:০৫
অধিনায়কত্ব ছাড়লেন সাউদি

ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন টিম সাউদি। শ্রীলংকার কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ৬৩ রান আর দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১৫৪ রানে হারের পর ক্রিকেটের এই ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়েন সাউদি।

২০২২ সালে কেইন উইলিয়ামসনের কাছে থেকে টেস্টের দায়িত্ব পাওয়ার পর ১৪ ম্যাচে অধিনায়কত্ব করেছেন সাউদি। যেখানে ৬ হারের বিপরীতে আছে ৬ জয়। আর বাকি দুই ম্যাচ ড্র করেছে। সাউদির অধীনে শেষ চার টেস্টেই হেরেছে নিউজিল্যান্ড।

এদিকে দায়িত্ব ছাড়া নিয়ে সাউদি বলেছেন, ‘কোনো সংস্করণে ব্ল্যাক ক্যাপদের নেতৃত্ব দেওয়া আমার জন্য স্পেশাল, সম্মানের ও বড় পাওয়া ছিল। আমি পুরো ক্যারিয়ারে দলের চাহিদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি এবং আমি বিশ্বাস করি এই সিদ্ধান্তে দলের ভালোই হবে। আমি বিশ্বাস করি, দলকে আমার সর্বোচ্চটা দেওয়ার উপায় হচ্ছে মাঠে আমার পারফরম্যান্সে মনযোগ দেওয়া, নিজের সেরাটা ফিরে পাওয়া, উইকেট নিতে থাকা এবং নিউজিল্যান্ডকে টেস্ট জেতাতে সাহায্য করা।’

এদিকে সাউদি দায়িত্ব ছাড়ার পর নিউজিল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে টম ল্যাথামকে। যদিও নতুন অধিনায়ক টম ল্যাথামের জন্য নেতৃত্ব নতুন কিছু নয়। নানা সময়ে মূল অধিনায়কদের অনুপস্থিতিতে ৯টি টেস্ট, ৪৪ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

এস/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে