ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ারবাজার উন্নয়নে বিএসইসি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একযোগে কাজ করার প্রত্যয়

২০২৪ সেপ্টেম্বর ৩০ ১৭:১৮:০৫
শেয়ারবাজার উন্নয়নে বিএসইসি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একযোগে কাজ করার প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের উন্নয়নে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) শেয়ারবাজারের সংস্কারের রোডম্যাপ ও সার্বিক উন্নয়ন বিষয়ে বিএসইসির সাথে মতবিনিময় সভায় এই প্রত্যয় ব্যক্ত করা হয়।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে বাজার সংশ্লিষ্ট সাত প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভায় এই প্রত্যয় ব্যক্ত করা হয়।

মতবিনিময় সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম), বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) ও ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএেএসএফ) শীর্ষ নির্বাহীদের সাথে মত বিনিময় করে বিএসইসি।

মতবিনিময় সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, বিএসইসির কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, কমিশনার মোঃ আলী আকবর, কমিশনার ফারজানা লালারুখ এবং ডিএসই, সিএসই, সিডিবিএল, সিসিবিএল, বিআইসিএম, বিএএসএম এবং বিএমএসএফ এর শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রতিষ্ঠানগুলোর শীর্ষ প্রতিনিধিবৃন্দ দেশের শেয়ারবাজারের সার্বিক সংস্কারের বিষয়ে তাদের মতামত ও্র প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় তারা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এর সংস্কার, রেগুলেটরি কমপ্লায়েন্স ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণ, প্রযুক্তিগত উন্নয়ন ও আধুনিকায়ন, শেয়ারবাজারে পণ্য ও বাজার উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, বিনিয়োগ শিক্ষার প্রসার ও ব্যাপ্তি বৃদ্ধি, নিনিয়োগকারীদের সচেতনাতা বৃদ্ধি, শেয়ারবাজারে কর্মরত পেশাজীবিদের সক্ষমতা বৃদ্ধিতে শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ, বাজারের বৈচিত্রায়নসহ নতুন পণ্য আনয়নসহ সর্বোপরি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং শেয়ারবাজারের গঠনমূলক ও টেকসই সংস্কারের বিষয়ে প্রস্তাবনা উঠে এসেছে।

সভায় দেশের শেয়ারবাজারের উন্নয়নে বিএসইসি ও শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ একসাথে এবং সহযোগী হিসেবে কাজ করার বিষয়ে একমত হন।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে