ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে ক্ষতিগ্রস্তদের ৫০ শতাংশ পুঁজির যোগান চায় বিনিয়োগকারীরা

২০২৪ সেপ্টেম্বর ২৯ ০৬:২৮:৪৫
শেয়ারবাজারে ক্ষতিগ্রস্তদের ৫০ শতাংশ পুঁজির যোগান চায় বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে ২০১০ সালের মহাধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা এখনো মানবেতর জীবন যাপন করছেন। এরপর অতিবাহিত হওয়া দীর্ঘ ১৫ বছরে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে বিভিন্ন সময়ে অন্তত ১১ জন বিনিয়োগকারী আত্মহত্যা কিংবা হার্ট অ্যাটাকে মারা গেছেন।

অনেকে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফিরে আসতে সক্ষম হয়েছেন। সারা জীবনের সঞ্চয় বিনিয়োগ করে পথে বসে গেছেন কেউ কেউ। এমন ক্ষতিগ্রস্তদের ৫০ শতাংশ পুঁজির যোগান দিতে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদ (বিসিএমআইইউএ)।

শনিবার (২৮ সেপ্টেম্বর) শেয়ারবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেনে সংগঠনটির সভাপতি আ ন ম আতাউল্লাহ নাঈম।

একইসঙ্গে সংগঠনটি পুঁজি হারিয়ে আত্মহত্যা কিংবা হার্ট অ্যাটাকে মারা যাওয়া বিনিয়োগকারীদের পরিবার থেকে ১ জনকে চাকরির ব্যবস্থা করে দেওয়াসহ মোট ১২ দফা দাবি জানিয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আতিক ইখতিয়ারসহ অন্যান্য সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে