ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
Sharenews24

বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়লেন জ্যোতির দল

২০২৪ সেপ্টেম্বর ২৬ ১২:২০:৫১
বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়লেন জ্যোতির দল

ক্রীড়া প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপ ক্রিকেট খেলেতে দেশ ছাড়লেন নিগার সুলতানা জ্যোতির দল। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল দশটায় আরব আমিরাতের উদ্দেশে তাদের বিমান বাংলাদেশ ছাড়ে।

আগামী ৩ অক্টোবর থেধকে শুরু হবে বিশ্ব নারী ক্রিকেট। বিশ্বকাপে লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি।

বিশ্বকাপে অবশ্য বাংলাদেশের অতীত পারফরম্যান্স খুব একটা আশা জাগানিয়া নয়। সবশেষ চার টি-টোয়েন্টি বিশ্বকাপে একবারও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তবে এবার সেই ধারা ভাঙতে চান বাংলাদেশ অধিনায়ক। গেল মঙ্গলবার মিরপুর শের-ই বাংলায় সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন এমন লক্ষ্যের কথা।

জ্যোতি বলেন, ‘যে পরিসংখ্যানের (জয়খরা) কথা বললেন, আমার মাথায় এটা সবসময় থাকে যে, আমি নিজেও চারটি বিশ্বকাপ খেলেছি, এখনও পর্যন্ত একটা ম্যাচ জিততে পারিনি। অবশ্যই এবার বিশ্বকাপে আমার ব্যক্তিগতভাবে যেমন লক্ষ্য, গোটা দলেরও তেমনই লক্ষ্য যেন আমরা একটা ম্যাচ জিতে শুরু করতে পারি।’

এবারের বিশ্বকাপে গ্রুপ ‘বি’ তে বাংলাদেশ দল। যেখানে বাংলাদেশের অপর চার প্রতিপক্ষ হলো-ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে