ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

নারায়ণগঞ্জের ডন শামীম ওসমান এখন দিল্লীতে যাযাবর

২০২৪ সেপ্টেম্বর ২৬ ০৭:৩৭:৫৬
নারায়ণগঞ্জের ডন শামীম ওসমান এখন দিল্লীতে যাযাবর

নিজস্ব প্রতিবেদক : সরকার পতনের দুদিন আগে ৩ আগস্ট শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে চাউর হয়েছিল। কিন্তু তিনি ওইদিন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান দিয়েছিলেন, তিনি দেশেই আছেন।

তবে গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে তার দলের অনেক নেতা গোপনে দেশ ছেড়ে পালিয়ে যান। নারায়ণগঞ্জের ডন শামীম ওসমানও সপরিবার দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।

চলতি মাসের ৫ সেপ্টেম্বর অর্থাৎ সরকার পতনের ঠিক এক মাসের মাথায় তাকে দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার দরগাহে যাযাবরের মতো দেখেছেন একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার ও নির্মাতা।

ওই ফটোগ্রাফারের তৈরি একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ভিডিওটি উর্দু ভাষায় তৈরি। বাংলা করলে হয়, ‘শামীম ওসমান সাহেবকে সালাম পৌঁছানোর সামর্থ্য দাও। শেখ হাসিনা সাহেবাকে শানদার সাফল্য দান করে বাংলাদেশে ফিরে যাওয়ার ভাগ্য দান করো।’

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর শামীম ওসমান ও তার সহযোগীদের গুলি ছোড়ার অভিযোগ রয়েছে। এর একটি ভিডিও সেই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, ১৯ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কে শামীম ওসমান ও তার কয়েক শ অনুসারী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শহরের চাষাঢ়া এলাকা থেকে বঙ্গবন্ধু সড়কে শহরের ২ নম্বর রেলগেট এলাকার দিকে আন্দোলনকারীদের ধাওয়া দিচ্ছেন। তার সঙ্গীদের কয়েকজন আন্দোলনকারীদের ওপর গুলি ছোড়েন।

অন্তবর্তী সরকার ক্ষমতায় আসার পর শামীম ওসমানের বিরুদ্ধে একাধিক হত্যা ও গুমের মামলা হয়েছে। ওইসব মামলা এখন তদন্তের প্রক্রিয়ায় রয়েছে।

সালাউদ্দিন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে