ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

সমন্বয়কদের ওপর ছাত্রলীগের হামলা

২০২৫ জানুয়ারি ২৫ ১৯:০৬:৩৩
সমন্বয়কদের ওপর ছাত্রলীগের হামলা

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় এক সমন্বয়ক আহত হয়েছেন এবং সাংবাদিকদের ওপরও হামলা চালানো হয়।

শনিবার, ২৫ জানুয়ারি, দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাকে আটক করার সময় হামলার ঘটনা ঘটে। আটক হওয়া ছাত্রলীগ নেতা ছিলেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহাগ। তাকে পুলিশে সোপর্দ করতে গেলে, সোহাগসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রলীগ নেতারা সমন্বয়কদের ওপর হামলা চালান।

হামলায় আহত সমন্বয়ক ওমর শরীফ, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বশেমুরবিপ্রবির সমন্বয়ক, বলেন, "ছাত্রলীগ নেতা সোহাগকে পুলিশে সোপর্দ করার সময় তারা আমাদের ওপর হামলা করেছে।"

এ সময় ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপরও হামলা চালানো হয়। আরেক সমন্বয়ক, জসিমউদদীন, জানান, জুলাই আন্দোলনে সরাসরি অংশ নেওয়া ছাত্রদের ওপর হামলা করার অভিযোগে ছাত্রলীগ নেতা সোহাগকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছিল। সোহাগের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি সেই আন্দোলনে সরাসরি হামলা করেছিলেন।

এ ঘটনার পর, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুজ্জামান রাজিব জানান, তিনি ছুটিতে ছিলেন, তবে ফোনে ঘটনা শোনার পর রাত ৮টায় দুপক্ষকে ডেকে বিস্তারিত জানার চেষ্টা করবেন।

এ হামলার পর, বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং আরো হামলার আশঙ্কা তৈরি হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে