ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ঢাকা জেলার সাবেক ডিসির বিরুদ্ধে হত্যা মামলা

২০২৪ সেপ্টেম্বর ২৫ ২০:৩৩:৫৪
ঢাকা জেলার সাবেক ডিসির বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে আশরাফুল ইসলাম অন্তর নামের এক কিশোরকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা জেলার সাবেক ডিসি আনিসুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় মোট ১১২ জনকে আসামী করা হয়েছে।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে অন্তরের খালা খুকুমণি মামলাটি দায়ের করেন।

এ হত্যা মামলার ঘটনায় কোনো মামলা বা জিডি হয়েছে কিনা, তা তদন্ত করে যাত্রাবাড়ী থানা পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন মন্ত্রীদের মধ্যে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও আনিসুল হক। পুলিশ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, হারুন-অর-রশীদ ও বিপ্লব কুমার সরকার।

ওই মামলায় অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট দুপুরে আসামিদের নির্দেশে যাত্রাবাড়ী থানার সামনে গুলিতে অন্তর নিহত হন।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে