ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ফিরতে শুরু করেছেন আটকা পড়া পর্যটকরা

২০২৪ সেপ্টেম্বর ২৪ ১২:৪২:২৬
ফিরতে শুরু করেছেন আটকা পড়া পর্যটকরা

নিজস্ব প্রতিবেদক : নিরাপদে ফিরতে শুরু করেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা। প্রায় চারদিন আটকা থাকার পর নিরাপদে সাজেক থেকে ফিরছেন এসব পর্যটক।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার কিছু পরে সাজেক ছেড়ে যায় পর্যটকবাহী গাড়িগুলো।

সাজেকের রিসোর্ট কর্মী জোথেন ত্রিপুরা বলেন, আজ সকালে আটকা থাকা পর্যটকেরা নিরাপত্তা বাহিনীর স্কর্টের মাধ্যমে সাজেক থেকে চলে গেছেন। বর্তমানে সাজেকে আর কোনো পর্যটক নেই।

সাজেক ইউনিয়ন পরিষদ সচিব বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, সাজেকে আটকা থাকা সকল পর্যটনদের গাড়ি সকাল ৯টার দিকে বাঘাইহাট বাজার অতিক্রম করেছেন।

উল্লেখ্য, বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকা ৭২ ঘণ্টা অবরোধের কারণে গত শনিবার (২১ সেপ্টেম্বর) থেকে সাজেকে আটকা ছিলেন ১ হাজার ৪০০ পর্যটক।

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে