ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ঘুরে দাঁড়াল বার্সা

২০২৪ সেপ্টেম্বর ২৩ ১০:০৪:৩১
ঘুরে দাঁড়াল বার্সা

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে হারার পর ঘুরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন বার্সেলোনা কোচ ফ্লিক। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচেই তা বাস্তাবায়ন করেছে ফ্লিকের শিষ্যরা। রোববার (২২ সেপ্টেম্বর) ম্যাচটি ৫-১ গোলে জিতেছে বার্সেলোনা।

ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোলে বার্সেলোনাকে দারুণ শুরু এনে দেন রবার্ট লেভানডোভস্কি। যদিও এক গোল করে ব্যবধান কমিয়েছেন আয়োসে পেরেজ। বাকি সময়ে কেবল বার্সেলোনার রাজত্ব। দ্বিতীয়ার্ধে পাবলো তোরে ব্যবধান আবার বাড়ানোর পর জোড়া গোল করেন রাফিনিয়া।

ভিয়ারিয়ালের মাঠে ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে ছিল ভিয়ারিয়ালই। প্রথম ভালো সুযোগটিও পায় তারা। ষষ্ঠ মিনিটে বাম দিক থেকে সতীর্থের ক্রসে বক্সে হেড লক্ষ্যে রাখতে পারেননি সাবেক আর্সেনাল ফরোয়ার্ড নিকোলাস পেপে। দুই মিনিট পর ইয়েরেমি পিনো বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি।

বার্সেলোনা প্রথম সুযোগ পায় ম্যাচের দ্বাদশ মিনিটে। লামিনে ইয়ামালকে হতাশ করেন বার্সেলোনা গোলরক্ষক।

তবে বার্সেলোনা এগিয়ে যায় ম্যাচের ২০তম মিনিটে। পাবলো তোরের থ্রু বল ধরে ডান পায়ের শটে দলকে এগিয়ে নেন লেভানডোভস্কি। এরপর ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পোলিশ তারকা। ইয়ামালের ক্রসে এরিক গার্সিয়ার হেড গোলরক্ষক ঠেকালেও ওভারহেড কিকে জালে পাঠান সাবেক বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার।

দুই মিনিট পর ব্যবধান কমায় ভিয়ারিয়াল। ৩৭তম মিনিটে রক্ষণ অনেকটাই উন্মুক্ত হয়ে পড়েছিল বার্সেলোনার। বক্সে পেপের পাসে ঠিকানা খুঁজে নেন পেরেজ। বিরতির আগে নিয়মিত গোলরক্ষ মার্ক আন্দ্রে টের স্টাগানকে হারায় বার্সা।

এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া বার্সেলোনা দ্বিতীয়ার্ধে দারুণ খেলতে থাকে। তারই ধারাবাহিকতায় ৫৮তম মিনিটে এগিয়ে যায় তারা। পেদ্রির পাস বক্সের বাইরে পেয়ে জোরাল শট নেন তরুণ স্প্যানিশ মিডফিল্ডার তোরে। বল প্রতিপক্ষের একজনের শরীরে লেগে জালে জড়ায়।

৭৪তম মিনিটে স্কোরলাইন ৪-১ করেন রাফিনিয়া। বক্সে পাউ ভিক্টরের পাসে জোরালো শটে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৮৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান তিনি। ম্যাচজুড়ে দারুণ খেলা ইয়ামাল চমৎকারভাবে উঁচু করে বল বাড়ান বক্সে, ছুটে গিয়ে লক্ষ্যভেদ করেন রাফিনিয়া। এতেই ৫-১ ব্যবধানে বার্সেলোনার খেলোয়াড়রা দারুণ শেষ করে তাদের খেলা।

এস/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে