ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
Sharenews24

কোহলির সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন বাবর

২০২৪ সেপ্টেম্বর ২১ ১৫:৪৬:২০
কোহলির সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন বাবর

ক্রীড়া প্রতিবেদক : পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম ব্যাট হাতে বাজে সময় পার করছেন। আর এর জন্য সমালোচনায়ও পড়তে হচ্ছে তাকে। এবার সেই সমালোচনায় এবার কিছুটা হলেও পানি ঢালতে পেরেছেন বাবর।

সাবেক এই অধিনায়ক পাকিস্তানের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। সবমিলিয়ে মাত্র ১০০ বলে করেছেন ১০৪ রান।

এই সেঞ্চুরিতে শুধু সমালোচনার জবাবই দেননি একটা রেকর্ডও গড়েছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ৩০ সেঞ্চুরির মালিক এখন তিনি। আগে যা ছিল বিরাট কোহলির দখলে।

এই ম্যাচে স্ট্যালিয়নসের হয়ে খেলেছেন বাবর। তার সেঞ্চুরিতে স্ট্যালিয়নস ১৭৪ রানের বড় ব্যবধানে হারিয়েছেন ডলফিনসকে। ১৮০ ইনিংস খেলে ৩০টি লিস্ট ‘এ’ সেঞ্চুরি করলেন পাকিস্তানের সাদা বলের অধিনায়ক।

বিরাট কোহলি ১৯৯ ইনিংস খেলে ৩০টি লিস্ট ‘এ’ সেঞ্চুরি করেছেন। এই তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলা, তিনি ২২৫ ইনিংস খেলে ৩০ সেঞ্চুরি করেছিলেন।

এ ছাড়া আছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (২৫৯ ইনিংস), ভারতের শিখর ধাওয়ান (২৬২ ইনিংস), শচীন টেন্ডুলকার (২৬৭ ইনিংস) ও রোহিত শর্মা (২৭৫ ইনিংস)।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে