ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

আন্দোলনকারী চিকিৎসকদের শেষবারের মতো বৈঠকে ডাকলেন মমতা

২০২৪ সেপ্টেম্বর ১৬ ১৭:৫৭:০৫
আন্দোলনকারী চিকিৎসকদের শেষবারের মতো বৈঠকে ডাকলেন মমতা

আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের আবারও বৈঠকের জন্য ডেকেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার (১৬ সেপ্টেম্বর) মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বিকেল ৫টায় তাদের ডাকা হয়েছে।

এই মর্মে মুখ্যসচিব মনোজ পন্থ জুনিয়র চিকিৎসকদের ই-মেইল করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ই-মেইলে বলা হয়েছে, গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ১০ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে। নাগরিক হিসাবে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা আমাদের কর্তব্য। তাই এটা আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক করানোর জন্য আমাদের তরফে পঞ্চম এবং শেষ চেষ্টা। খোলামনে আলোচনার জন্য কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়িতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।

এতে বলা হয়, আমরা বিশ্বাস করি, সুচিন্তার জয় হবেই। আপনাদের আগের দিনের বক্তব্য অনুযায়ী, এই বৈঠকের কোনও ভিডিয়োগ্রাফি বা সরাসরি সম্প্রচার হবে না, কারণ বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন। বৈঠকের পুঙ্খানুপুঙ্খ কার্যবিবরণীতে দু'পক্ষের সই থাকবে।

আরও বলা হয়, সোমবার বিকাল ৫টায় কালীঘাটে বৈঠকের আয়োজন করা হয়েছে। আগের দিন ডাক্তারদের যে প্রতিনিধিরা বৈঠকের জন্য কালীঘাটে এসেছিলেন, তাদেরই সোমবারও আসতে অনুরোধ করা হচ্ছে।'' বিকাল ৪টা ৪৫ মিনিটের মধ্যে কালীঘাটে পৌঁছে যেতে বলা হয়েছে চিকিৎসকদের প্রতিনিধিদের।

আরজি করে নারী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। সোমবার তাদের ধর্নার সপ্তম দিন। এর মাঝে বার বার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের চেষ্টা ভেস্তে গিয়েছে।

তারিক/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে