ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

দুই ঘন্টায় সূচক বেড়েছে সাড়ে ২৩ পয়েন্ট

২০২৪ সেপ্টেম্বর ১১ ১২:২৮:২০
দুই ঘন্টায় সূচক বেড়েছে সাড়ে ২৩ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় লেনদেন হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৩.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭২৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস সূচক ৭.৩০ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ১.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৪২ ও ২ হাজার ১১৬ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৯ কোটি ০৪ লাখ টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫৩টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি প্রতিষ্ঠানের।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে