ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

সর্বোচ্চ আগ্রহ হারানো ৬ কোম্পানি

২০২৪ সেপ্টেম্বর ০৮ ১৭:০৯:০৭
সর্বোচ্চ আগ্রহ হারানো ৬ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : আগের সপ্তাহের নেতিবাচক প্রবণতার ধারাবাহিকতা অব্যাহত শেয়ারবাজারে। সপ্তাহের প্রথম কর্মদিবস সূচকের নেতিবাচকতায় শেষ হয়েছে লেনদেন। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। তবে কোম্পানিগুলোর মধ্যে ৬টি কোম্পানির শেয়ারে সর্বোচ্চ আগ্রহ হারায় বিনিয়োগকারীরা।

কোম্পানি ৬টি হলো- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রিফুয়েলিং, সী পার্ল রিসোর্ট, এসকে ট্রিমস, সালভো কেমিক্যাল এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স

রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর গতকাল ছিল ১১৯ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১০৭ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ আজ শেয়ারটির দর ১১ টাকা ৯০ পয়সা বা ৯.৯৫ শতাংশ কমেছে। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরুর কিছু সময় পর শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। অর্থাৎ শেয়ারটি ক্রেতাশূন্য হয়ে পড়ে।

ইন্ট্রাকো রিফুয়েলিং

আজ ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের শেয়ার ক্রেতাশূন্য হয়ে পড়ে। শেয়ারটির প্রতি আগ্রহ হারায় বিনিয়োগকারীরা। যে কারণে শেয়ারটি দর পতনের সর্বোচ্চ সীমা স্পর্শ করে। শেয়ারের ক্লোজিং দর গতকাল ছিল ২৭ টাকা ৪০ পয়সায়। আজ লেনদেন শেষে এই শেয়ারের ক্লোজিং দর হয় ২৪ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ শেয়ারটির দর আজ ২ টাকা ৭০ পয়সা বা ৯.৮৫ শতাংশ কমে যায়।

সী পার্ল রিসোর্ট

এই শেয়ারের ক্লোজিং দর আগের কর্মদিসব ছিল ৫১ টাকা ৯০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয় ৫২ টাকা ১০ পয়সায়। আর লেনদেন শেষে এই শেয়ারেরে ক্লোজিং দর হয় ৪৬ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ১০ পয়সা বা ৯.৮৩ শতাংশ কমেছে। আজ শেয়ারটি লেনদেন শুরুর কিছুক্ষণ পরই ক্রেতা হারিয়ে যায়। লেনদেনের বাকি সময় এই শেয়ারে আর ক্রেতা ফিরে আসেনি। অর্থাৎ শেয়ারটি ক্রেতাশূন্য ছিল।

এদিন অন্য যেসব কোম্পানির শেয়ার ক্রেতাশূন্য হয় সেগুলোর মধ্যে এসকে ট্রিমসের ৯.৭৮ শতাংশ, সালভো কেমিক্যালের ৯.৭৫ শতাংশ এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার দর ৯.৫৬ শতাংশ কমেছে। এই কোম্পানিগুলোর শেয়ারও আজ ক্রেতাশূন্য হয়ে পড়ে। যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।

বাজার বিশ্লেষকরা বলেন, বাজারকে সাপোর্ট দিতে সব ধরণের বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হয়। বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অনুপস্থিতি যখন বেশি হয় তখনই বাজার থুবরে দাঁড়ায়। নেতিবাচক আচরণ করে। এমন পরিস্থিতিতে বাজারকে ইতিবাচক প্রবণতায় ফেরাতে সকলকেই এগিয়ে আসতে হবে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে