ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

ব্যতিক্রম কেবল দুই কোম্পানি

২০২৪ সেপ্টেম্বর ০৮ ১৬:৩১:৪০
ব্যতিক্রম কেবল দুই কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : আগের সপ্তাহের নেতিবাচক প্রবণতার ধারাবাহিকতা আজও অব্যাহত শেয়ারবাজারে। সপ্তাহের প্রথম কর্মদিবস সূচকের নেতিবাচকতায় শেষ হয়েছে লেনদেন। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অল্প কিছু কোম্পানির শেয়ার দর বেড়েছে। তবে ব্যতিক্রম কেবল দুই কোম্পানিতে।

কোম্পানি দুইটি হলো- ন্যাশনাল টি এবং লিবরা ইনফিউশন। এই কোম্পানি দুটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সর্বোচ্চ। যার কারণে বড় পতনের বাজারেও কোম্পানি দুটির শেয়ার বিক্রেতাশুন্য হয়ে যায়।

ন্যাশনাল টি

ন্যাশনাল টি কোম্পানির শেয়ারের ক্লোজিং দর গতকাল ছিল ৩২০ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৩৪৮ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ আজ শেয়ারটির দর ২৮ টাকা বা ৮.৭৪ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরুর কিছু সময় পর শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। অর্থাৎ এই শেয়ারে বিক্রেতা উধাও হয়ে যায়।

লিবরা ইনফিউশন

লিবরা ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর গতকাল ছিল ৮৭৭ টাকা ৬০ পয়সায়। আজ লেনদেন শেষে এই শেয়ারের ক্লোজিং দর হয় ৯৪৩ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ শেয়ারটির দর আজ ৬৫ টাকা ৮০ পয়সা বা ৭.৫০ শতাংশ বেড়েছে। এই শেয়ারের প্রতিও বিনিয়োগকারীদের আগ্রহ আজ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহের কারণে লেনদেন শুরু কিছু সময় পরই বিক্রেতা শূন্য হয়ে পড়ে। লেনদেনের বাকি সময় শেয়ারটি কেনার জন্য বাই অর্ডার আসতে থাকলেও কেউ শেয়ারটি বিক্রি করেনি।

বাজার বিশ্লেষকরা বলেন, কোনো কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ থাকাটা ভালো। এতে বাজার ইতিবাচক প্রবণতার দিকে আগাতে থাকে। তবে দু’একটি কোম্পানির প্রতি এই আগ্রহে বাজারে তেমন প্রতিফল দেখা যায় না। বাজারে ভালো কিছু আশা করতে হলে অবশ্যই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির প্রতি আগ্রহ থাকতে হয়।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে