ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

টি-টোয়েন্টিতে লজ্জার বিশ্ব রেকর্ড

২০২৪ সেপ্টেম্বর ০৭ ১১:৩৫:১৭
টি-টোয়েন্টিতে লজ্জার বিশ্ব রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে মাত্র ১০ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে মঙ্গোলিয়া। ছেলেদের আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটা সর্বনিম্ন স্কোর।

এর আগে গত বছরের ২৬ ফেব্রুয়ারি কার্টাগেনায় স্পেনের বিপক্ষে ১০ রানে অলআউট হয়েছিল যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কিত স্বায়ত্তশাসিত অঞ্চল ও দ্বীপ আইল অব ম্যান। তাদের সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে সর্বনিম্ন রানের রেকর্ডের ভাগিদার হলো মঙ্গোলিয়া।

সিঙ্গাপুরের বাঙ্গিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ ওভারে ৫ রান করতেই ৪ উইকেট হারায় মঙ্গোলিয়া। আর ৫ রান যোগ করতেই আরও ৬ উইকেট হারিয়ে ১০ ওভারে ১০ রানে অলআউট হয় মঙ্গোলিয়া।

১১ রানের ছোট লক্ষ্যে তাড়া করতে নেমে সিঙ্গাপুরও হারায় ১ উইকেট, তবে ৫ বলেই জয়ের দেখা পায় তারা। ১১৫ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে এশিয়ার দেশটি।

এস/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে