ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

বিক্রেতা নিখোঁজ ১৩ কোম্পানির

২০২৪ সেপ্টেম্বর ০১ ১৬:৫৮:৩৮
বিক্রেতা নিখোঁজ ১৩ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক : আগের দিনের মতো রোববারও (০১ সেপ্টেম্বর) উত্থান হয়েছে শেয়ারবাজারে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৫৫টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ১৩টি কোম্পানির শেয়ারে লেনদেন শুরুর কিছু সময় পরই বিক্রেতা উধাঁও হয়ে যায়। অর্থাৎ কোম্পানিগুলোর শেয়ার বেচার মতো বিনিয়োগকারী পাওয়া যায়নি। শেয়ারটি কেনার জন্য ব্যাপক আগ্রহ থাকলেও কেউ বেচার জন্য অর্ডার করেনি।

বিক্রেতা নিখোঁজ হওয়া কোম্পানিগুলো হলোঃ এপোলো ইস্পাত, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, খুলনা প্রিন্টিং ও প্যাকেজিং, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, গ্লোবাল হেভি কেমিক্যাল, ইউনিয়ন ক্যাপিটাল, টেকনো ড্রাগস, ফরচুন সুজ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফাস ফাইন্যান্স, রিংশাইন এবং লিবরা ইনফিউশন।

কোম্পানিগুলোর মধ্যে এপোলো ইস্পাতের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৫ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়ায় ৫ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এই শেয়ারটির লেনদেন আজ শুরু হয় ৫ টাকা ৪০ পয়সা। লেনদেন শুরু কিছুক্ষণ পর অর্থাৎ সর্বশেষ ৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। এরপর আর শেয়ারটিতে কোনো বিক্রেতা খুঁজে পাওয়া যায়নি। সেলার পাওয়া না গেলেও শেয়ারটি ক্রয়ের জন্য অনেক বিনিয়োগকারী বাই অর্ডার দিয়ে রাখেন।

এদিকে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারে আজ বিক্রেতা নিখোঁজ ছিল। কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৬৪ টাকা ৪০ পয়সায়। লেনদেন শুরু হওয়ার কিছুক্ষণ পরই কোম্পানিটির শেয়ার ৭০ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। এরপর লেনদেনের বাকি সময় কোম্পানিটির শেয়ারে আর সেলার পাওয়া যায়নি। এদিন ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার ৬ টাকা ৪০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।

খুলনা প্রিন্টিং ও প্যাকেজিংয়ের শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বাড়ার পর বিক্রেতা নিখোঁজ হয়ে যায়। কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ১৪ টাকা ১০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয় ১৪ টাকা ৮০ পয়সায়। কিছুক্ষণ পর কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হওয়ার পর আর বিক্রেতা পাওয়া যায়নি। সবশেষ কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৫ টাকা ৫০ পয়সায়।

বিক্রেতা নিখোঁজ থাকা বা ভাগ্যবান অন্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৯.৯৩ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৯.৯২ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ৯.৮৯ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৯.৮৮ শতাংশ, টেকনো ড্রাগসের ৯.৮৫ শতাংশ, ফরচুন সুজের ৯.৭৯ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সর ৯.৭৭ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৯.৭৬ শতাংশ, রিংশাইনের ৮.৩৩ শতাংশ এবং লিবরা ইনফিউশনের শেয়ার দর ৭.৫০ শতাংশ বেড়েছে। এসব কোম্পানির শেয়ারে আজ সেলার নিখোঁজ হয়ে যায়।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে