ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

পাঁচ কোম্পানির বিনিয়োকারীরা বেশি হতাশায়

২০২৪ আগস্ট ৩১ ১৫:০৬:১৯
পাঁচ কোম্পানির বিনিয়োকারীরা বেশি হতাশায়

নিজস্ব প্রতিবেদক: এক বছর আগে ২০২৩ সালের ০১ আগস্ট প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৬ হাজার ৩৩৮ পয়েন্ট। এক বছর পর ২৯ আগস্ট বৃহস্পতিবার কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮০৪ পয়েন্টে। বছরের ব্যবধানে স্টক এক্সচেঞ্জটির সূচকটি কমেছে ৫৩৪ পয়েন্ট।

গত এক বছরে তালিকাভুক্ত সব কোম্পানির শেয়ারের দামই অস্বাভাবিকভাবে কমেছে। এরমধ্যে বহু কোম্পানির শেয়ার দর তিন ভাগের এক ভাগে নেমে গেছে। এতে লাখ লাখ বিনিয়োগকারী নিঃস্ব হয়ে বাড়ি ফিরেছেন। তবে সম্প্রতি শেয়ারবাজারে কিছুটা চাঙ্গাভাব ফিরে আসায় তলানিতে এসে শেয়ারগুলো ধীরে ধীরে সামনের দিকে হাঁটতে শুরু করেছে।

কিন্তু এই আশাবাদের মধ্যেও সর্বশেষ বৃহস্পতিবার ৫টি কোম্পানির শেয়ার গত এক বছরের সর্বনিম্ন দামে লেনদেন হয়েছে। যেগুলোর বিনিয়োগকারীরা লোকসানে পড়ে বর্তমান চাঙ্গা বাজারেও হাপিতেশ করছেন। কোম্পানিগুলো হলো-আলহাজ্ব টেক্সটাইল, জুট স্পিনার্স, খুলনা পাওয়ার-কেপিসিএল, সোনালী পেপার ও শাহাজীবাজার পাওয়ার-এসপিসিএল।

কোম্পানিগুলোর মধ্যে কেপিসিএল ও এসপিসিএল দীর্ঘ এক বছর ফ্লোর প্রাইসে আটকে থাকার পর গত বৃহস্পতিবার ফ্লোর প্রাইস মুক্ত হয়েছে। কিন্তু ফ্লোর প্রাইস মুক্ত হয়ে প্রথমদিনই শেয়ার দুটি ১০ শতাংশ কম দামে ক্রেতাশুন্য হয়ে পড়েছে। যা শেয়ার দুটির দাম গত এক বছরের মধ্যে সর্বনিম্ন।

অন্যদিকে, আলহাজ্ব টেক্সটাইল, জুট স্পিনার্স ও সোনালী পেপারের শেয়ার গত বৃহস্পতিবার বছরের সর্বনিম্ন দামে লেনদেন হয়েছে।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে