ঢাকা, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
Sharenews24

দ্বিতীয় টেস্টে জায়গা পেয়েছেন তাসকিন

২০২৪ আগস্ট ৩১ ১০:৫৫:৪৭
দ্বিতীয় টেস্টে জায়গা পেয়েছেন তাসকিন

ক্রীড়া প্রতিবেদক : পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে টসে জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে পাঠিয়েছে ব্যাটিংয়ে। সিরিজ নিশ্চিতের ম্যাচে একাদশে থেকে ছিটকে গেছেন পেসার শরিফুল ইসলাম। কুঁচকিতে ব্যথা পেয়েছেন তিনি। তার জায়গায় একাদশে সুযোগ করে দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। অন্যদিকে শাহিন আফ্রিদির পর পাকিস্তানের একাদশ থেকে বাদ পড়েছেন আরেক পেসার নাসিম শাহ।

প্রথম টেস্টে ১০ উইকেটের দাপুটে জয় পাওয়ায় এ ম্যাচে বেশ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। বৃষ্টিতে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় পাকিস্তানের ওপর সেই চাপ আরও বেড়েছে।

এমন ম্যাচে তাই একাদশে দুই পরিবর্তন এনেছে পাকিস্তান। লেগ স্পিনার আবরার আহমেদ ও মির হামজাকে ফেরানো হয়েছে একাদশে। বাকিরা আছেন আগের মতোই।

অন্যদিকে বাংলাদেশের একাদশ থেকে কেবল ছিটকে গেছেন শরিফুল। বাকিরা অপরিবর্তিত রয়েছেন। সাকিব আল হাসানকে নিয়ে অনেক আলোচনা হলেও তিনি টিকে গেছেন একাদশে।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, আবরার আহমেদ, মীর হামজা, মোহাম্মদ আলী, খুররম শাহজাদ।

এস/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে