ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

সতর্কবার্তার পর বিক্রির চাপে বেসামাল দুই শেয়ার

২০২৪ আগস্ট ২৮ ১৯:৪৫:৪৮
সতর্কবার্তার পর বিক্রির চাপে বেসামাল দুই শেয়ার

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে দুই মেগা কোম্পানির শেয়ারে বড় দরপতন চলছে। আজ বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএইস) কর্তৃপক্ষ জানিয়েছে, কোম্পানি দুটির শেয়ার বড় পতনের কোনো কারণ নেই। এমন সতর্কবার্তা প্রকাশ করার পর আজ চাঙ্গাবাজারেও কোম্পানি দুটির শেয়ার ক্রেতাশুন্য অবস্থার মুখে পড়ে। কোম্পানি দুটি হলো-বেক্সিমকো ফার্মা এবং ওরিয়ন ফার্মা।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ৪ আগস্ট বেক্সিমকো ফার্মার শেয়ার দর ছিল ১০৫ টাকা ২০ পয়সা। আজ ক্রেতাশুন্য অবস্থায় ক্লোজিং দর হয়েছে ৭৬ টাকা ৭০ পয়সায়। গত ১৬ কর্মদিবসের মধ্যে কোম্পানিটির শেয়ার তিনদিন বেড়েছে। আজসহ বাকি ১৩ দিনই ক্রেতাশুন্য থেকেছে। এতে শেয়ারটির দাম কমেছে ২৮ টাকা ৫০ পয়সা বা প্রায় ২৭ শতাংশের বেশি।

অন্যদিকে, গত ৮ আগস্ট ওরিয়ন ফার্মার শেয়ার দর ছিল ৬৩ টাকা ৯০ পয়সা। আজ ক্রেতাশুন্য অবস্থায় ক্লোজিং দর হয়েছে ৪৬ টাকা ৭০ পয়সায়। গত ১৩ কর্মদিবসের মধ্যে কোম্পানিটির শেয়ার একদিন বেড়েছে। আজসহ বাকি ১২ দিনই ক্রেতাশুন্য থেকেছে। এতে শেয়ারটির দাম কমেছে ১৭ টাকা ২০ পয়সা বা প্রায় ২৭ শতাংশ।

কোম্পানি দুটির শেয়ার দামে অস্বাভাবিক পতন হওয়ার কারণ জানতে চেয়ে চিঠি পাঠালে কোম্পানি দুটির কর্তৃপক্ষ ডিএসই-কে জানায়, দর পতনের কোন কারণ তাদের জানা নেই।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোম্পনি দুটির মালিকানায় রয়েছে আওয়ামী লীগের প্রভাবশালী সাবেক দুই এমপি। যে কারণে আওয়ামী লীগ সরকার পতনের পর কোম্পানি দুটির শেয়ারে বড় পতন দেখা দেয়। মাঝখানে শেয়ার দুটি ঘুরেও দাঁড়িয়েছিল। কিন্তু আজ চাঙ্গা বাজারেও শেয়ার দুটির ক্রেতারা আবার নিঁখোজ হয়ে যায়।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে