ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ারবাজারে সাকিবের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন

২০২৪ আগস্ট ২৮ ১৯:১৩:৩৮
শেয়ারবাজারে সাকিবের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন

নিজস্ব প্রতিবেদক : সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ারবাজারে ১০৪ কোটি টাকা আত্মসাৎসহ দুর্নীতির ৬ অভিযোগ অনুসন্ধান করার জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী।

আজ বুধবার (২৮ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান বরাবর সুপ্রিম কোর্টের এই আইনজীবী আবেদনটি দাখিল করেন।

ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী সাকিবের বিরুদ্ধে শেয়ারবাজারে ১০৪ কোটি টাকা আত্মসাত, জুয়া খেলা, স্বর্ণ চোরাচালান, কাঁকড়া ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ এবং ক্রিকেটে দুর্নীতির অভিযোগ আনেন।

আবেদনে এই আইনজীবী বলেন, ‘যেহেতু অভিযোগগুলো সুনির্দিষ্ট এবং নথিভুক্ত, তাই সাকিব আল হাসানসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।’

এর আগে গত ২২ আগস্ট রাজধানীর আদাবর থানায় সাকিব আল হাসানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়।

হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিব আল হাসানকে মামলার ২৮ নম্বর আসামি করে গার্মেন্টসকর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে