ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

উর্ধ্বমূখী বাজারেও ক্রেতা সংকটে ২৪ কোম্পানি!

২০২৪ আগস্ট ২৮ ১৬:৪৬:৩৬
উর্ধ্বমূখী বাজারেও ক্রেতা সংকটে ২৪ কোম্পানি!

নিজস্ব প্রতিবেদক : অনেকদিন পর আজ বুধবার (২৮ অক্টোবর) বড় উত্থান প্রবণতা দেখা গেছে শেয়ারবাজারে। উত্থানের বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার দর বাড়লেও ২৪টি কোম্পানির শেয়ারে ক্রেতা সংকট দেখা গেছে।

ক্রেতা সংকটে থাকা কোম্পানিগুলোর মধ্যে কয়েকটি হলো- সালভো কেমিক্যাল, ম্যারিকো, লাভেলো, কেঅ্যান্ডকিউ, সোনালী পেপার, শাইনপুকুর সিরামিক, হামি, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো ফার্মা, বসুন্ধরা পেপার ও ইউনাইটেড কমাশিয়াল ব্যাংক-ইউসিবি।

ক্রেতা সংকটে থাকা সালভো কেমিক্যালের শেয়ারের ক্লোজিং দর গতকাল ছিল ৩৬ টাকা ৭০ পয়সায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৫ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৩ শতাংশ কমেছে। লেনদেন শুরুর কিছুক্ষণ পরই এই শেয়ার ক্রেতা সংকটে পড়ে যায়।

ম্যারিকোর শেয়ার দর কমেছে আজ ৭২ টাকা ৫০ পয়সা বা ৩ শতাংশ। আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ২ হাজার ৪১৮ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৫ টাকা ৫০ পয়সায়। লেনদেন শুরু কিছুক্ষণ পর এই কোম্পানির শেয়ারে ক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছিল না।

লাভেলো আইসক্রিমের শেয়ারের ক্লোজিং দর গতকাল ছিল ৭৬ টাকা ৮০ পয়সায়। আজ লেনদেন শেষে এই শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৪ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা ২.৯৯ শতাংশ কমেছে। এই কোম্পানির শেয়ারেও আজ খুঁজে পাওয়া যাচ্ছিল না ক্রেতা।

এছাড়া কেঅ্যান্ডকিউয়ের ২.৯৭ শতাংশ, সোনালী পেপারের ২.৯৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ২.৯৪ শতাংশ, হামির ২.৯৩ শতাংশ, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো ফার্মার ২.৯১ শতাংশ করে, বসুন্ধরা পেপারের ২.৮৯ শতাংশ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ার দর ২.৮৪ শতাংশ কমেছে। কোম্পানিগুলোর শেয়ার লেনদেন শুরু পর থেকেই ক্রেতা সংকট দেখা দেয়।

বাজার বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় পর দেশের অর্থনৈতিক সেক্টরে সুবাতাস বইতে শুরু করেছে। শেয়ারবাজারেও এই সুবাতাসের ছোঁয়া লেগেছে। যার কারণে শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর অধিকাংশেরই শেয়ার দর বেড়েছে। তবে চাঙ্গাবাজারে ২৪টি কোম্পানির শেয়ারে ক্রেতা সংকট দুঃখজনক।

তাঁরা বলছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যদি সেল প্রেসার না বাড়িয়ে বাই বা কেনায় কিছুটা বেশি আগ্রহী হয়ে উঠে, তবে বাজারে ইতিবাচক প্রবণতায় ফিরে আসতে সময় লাগবে না। প্রতিষ্ঠানিকদের অনীহার কারণেই কিছু কিছু কোম্পানিতে ক্রেতা সংকট তৈরি হয়। বাজারে স্থিতিশীলতা ফেরাতে প্রাতিষ্ঠানিকদের সেল প্রসার প্রবণতা থেকে ফিরে আসতে হবে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে