ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

গত সাড়ে ৭ বছরে ছাড় করা সব ধরনের ঋণ নিরীক্ষার সিদ্ধান্ত

২০২৪ আগস্ট ২৮ ০৬:২৩:০১
গত সাড়ে ৭ বছরে ছাড় করা সব ধরনের ঋণ নিরীক্ষার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'র নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় এস আলমের সময়কালে ছাড় করা সব ধরনের ঋণ নতুন করে নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত থাকা এক কর্মকর্তা শেয়ারনিউজকে বলেন, ‘গত সাত বছরে ঋণ কারা কোন প্রক্রিয়ায় নিয়েছেন, এসব ঋণের যথাযথ জামানত আছে কি না তা খুঁজে বের করে সব ধরনের ঋণ নিরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ইসলামী ব্যাংকের ঋণ নিরীক্ষার পাশাপাশি ব্যাংকটির ট্রেজারি বিভাগ কোথায় টাকা ও ডলার বিনিয়োগ করেছে তাও খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও জানান, এছাড়া গত সাড়ে সাত বছরে যে জনবল নিয়োগ হয়েছে, তা যথাযথ প্রক্রিয়ায় হয়েছে কি না সেটাও খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য পৃথক ৩টি বহিঃনীরিক্ষক প্রতিষ্ঠান নিয়োগ দেয়ারও সিদ্ধান্ত হয়েছে।

এর আগে, গত সপ্তাহে এস আলমের ‘নিয়ন্ত্রণাধীন’ থাকা ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে বাংলাদেশ ব্যাংক।

নতুন পর্ষদের চেয়ারম্যান, সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের নেতৃত্বে মঙ্গলবার (২৭ আগস্ট) ব্যাংকটির পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

২০১৭ সালের ৫ জানুয়ারি ইসলামী ব্যাংকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আগে এস আলম গ্রুপ ব্যাংকটির চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে প্রায় চার হাজার কোটি টাকা ঋণ নেয়।

এরপর ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর এস আলম গ্রুপের ঋণ নেওয়ার হার আকাশচুম্বী হয়ে ওঠে।

কেন্দ্রীয় ব্যাংকসূত্র ও ইসলামী ব্যাংকের নথি অনুযায়ী, ১৮ আগস্ট পর্যন্ত ইসলামী ব্যাংকের মোট ঋণ পোর্টফোলিও দেড় লাখ কোটি টাকা। আর মোট আমানতের পরিমাণ এক লাখ ৫৩ হাজার ২৭৪ কোটি টাকা।

এসব ঋণের মধ্যে এস আলম গ্রুপ ৭৪ হাজার ৯৭২ কোটি টাকার সুবিধা পেয়েছে বলে নথিপত্র পরীক্ষা করে জানা গেছে। এই পরিমাণ অর্থ ব্যাংকটির মোট ঋণের অর্ধেক।

এস আলম গ্রুপের ৭টি কোম্পানির নামে সরাসরি ১৪ হাজার ৪২৭ কোটি টাকা ঋণ রয়েছে ব্যাংকটি থেকে।

কোম্পানিগুলো হলো এক্সেল ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড, আরমাডা স্পিনিং মিলস লিমিটেড, এবিসি ভেঞ্চারস লিমিটেড, গ্র্যান্ড বিজনেস লিমিটেড, প্লাটিনাম এন্ডেভার্স, প্যারাডাইস ইন্টারন্যাশনাল লিমিটেড ও ব্লু ইন্টারন্যাশনাল।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে