ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

ঘুরে-ফিরে কিছু কোম্পানি-ই লেনদেন চালিকায়

২০২৪ আগস্ট ২৭ ১৭:৪৫:৪৮
ঘুরে-ফিরে কিছু কোম্পানি-ই লেনদেন চালিকায়

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার (২৭ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৫৮ কোটি টাকার লেনদেন হয়েছে। এই লেনদেনের মধ্যে ব্লক মাকেটেই লেনদেন হয়েছে ২১৫ কোটি টাকার। অর্থাৎ বাজারে ঘুরে ফিরে কিছু কিছু কোম্পানি আছে যারা মূল বা ব্লক মার্কেটে লেনদেনে অবদান রাখছে।

ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদনে হয়েছে অলিম্পিকের। কোম্পানিটির ৩৭ কোটি ১২ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির ১৯ লাখ ১৯ হাজার ৮১৩টি শেয়ার হাত বদলের মাধ্যমে এই পরিমাণ লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ২১ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে গ্রামীণ ফোনের। এ সময় কোম্পানিটির ৯ লাখ ৮৪ হাজার ৫০৭টি শেয়ার হাত বদেল হয়েছে।

ওরিয়ন ফার্মার ২৩ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসইতে এটি ছিল তৃতীয় সর্বোচ্চ লেনদেন। আজ কোম্পানিটির ৪৯ লাখ ৮৪ হাজার ৬২৯টি শেয়ার হাত বদল হয়েছে।

এদিকে ব্লক মার্কেটে সর্বোচ্চ ১০০ কেটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে বৃটিশ আমেরিকান ট্যোবাকোর। মূল মার্কেটে কোম্পানিটির লেনদেন হয়েছে ৭ কোটি ৬৪ লাখ টাকার।

ব্লকে দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ কোটি ৯৮ লাখ টাকার লেনদেন হয়েছে রেনেটার। আর মূল মার্কেটে কোম্পানিটির ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

ব্লকে তৃতীয় সর্বোচ্চ ২২ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে যমুনা অয়েলের। মূল মার্কেটে কোম্পানিটির ১ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়েছে।

শেয়ারবাজারে ঘুরে ফিরে এসব কোম্পানিই মূল বা ব্লক মার্কেটে লেনদেনে শীর্ষে অবস্থান করছে।

এ বিষয়ে বাজার বিশ্লেষকরা বলেন, শেয়ারবাজারে ঘুরেফিরে কিছু কোম্পানিতে লেনদেন দেখা যাচ্ছে। এতে করে শেয়ারবাজারের প্রতি ক্ষুদ্র বিনিয়োগকারীরা আগ্রহ হারাচ্ছে। সব ধরণের প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ারবাজারে সক্রিয় হলে সব কোম্পানিতে লেনদেনের পরিমাণ বেড়ে যাবে। যতদিন পর্যন্ত শেয়ারবাজার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ারবাজারে তাদের সর্বোচ্চ দিয়ে অংশগ্রহণ না করবে ততদিন পর্যন্ত শেয়ারবাজারের সুফল অপ্রত্যাশিতই থেকে যাবে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে