ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

বিকালে আসছে দুই কোম্পানির ইপিএস

২০২৪ আগস্ট ২৭ ০৬:০৪:৪৭
বিকালে আসছে দুই কোম্পানির ইপিএস

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বোর্ড সভা আজ বিকালে অনুষ্ঠিত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হলো-হবে। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।

চার্টার্ড লাইফ

কোম্পানিটির বোর্ড সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তথা ইপিএস প্রকাশ করা হবে।

কোম্পানিটি সমাপ্ত ২০২৩ অর্থবছরে বিনিয়োগকারীদের ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১৩ পয়সা।

৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৬০ পয়সায়।

সোনালী পেপার

কোম্পানিটির বোর্ড সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তথা ইপিএস প্রকাশ করা হবে।

কোম্পানিটি সমাপ্ত ২০২৩ অর্থবছরে বিনিয়োগকারীদের ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৭৪ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ৪ টাকা ২ পয়সা (সমন্বিত)।

৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬৪ টাকা ৯৪ পয়সায়। আগের অর্থবছর শেষে যা ছিল ২৪১ টাকা ৩০ পয়সা।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে