ঢাকা, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
Sharenews24

পাকিস্তান শাহিনস’র বিপক্ষে ১৮৩ রানে অলআউট বাংলাদেশ ‘এ’

২০২৪ আগস্ট ২৬ ১৪:৪০:৪৯
পাকিস্তান শাহিনস’র বিপক্ষে ১৮৩ রানে অলআউট বাংলাদেশ ‘এ’

ক্রীড়া প্রতিবেদক : ওয়ানডে সিরিজের প্রথমটিতে সুবিধা করতে পারেনি লাল-সবুজ শিবির। ১৪ ওভার বাকি থাকতেই ১৮৩ রানে গুটিয়ে গেছে টিম টাইগার্স।

সোমবার (২৬ আগস্ট) ইসলামাবাদ ক্রিকেট ক্লাবে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান শাহিনস।

আগে ব্যাট করতে নেমে মাত্র ৩৬ ওভারেই সবগুলো উইকেট হারিয়ে ১৮৩ তুলে বাংলাদেশ ‘এ’।

দ্য গ্রিন ম্যান যুবাদের আগুনে বোলিংয়ে দলীয় সংগ্রহ ১৫০ পেরোনোর আগেই ৭ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। এরপর টেনেটুনে সবকটি উইকেট হারিয়ে ১৮৩ রানে থামে বাংলাদেশ ‘এ’ দল।

এবারও প্রতিরোধ গড়েন দ্বিতীয় চারদিনের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো সাইফ হাসান। তার ব্যাট থেকে ৫৮ রান আসে। এ ছাড়া ৪০ রানের দুর্দান্ত ইনিংস সাজান রিশাদ হোসেন।

পাকিস্তানের মোহাম্মদ আব্বাস আফ্রিদি একাই লাল-সবুজ শিবিরকে ধসিয়ে দেন। ‘ফাইফার’ নেন ২৩ বছর বয়সী এই পেসার। এ ছাড়া মেহরান মুমতাজ ও জাহান্দাদ খান দুটি করে উইকেট নেন।

তারিক/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে