ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
Sharenews24

এক বছর পর মুশফিকের সেঞ্চুরি, স্বস্তিতে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

২০২৪ আগস্ট ২৪ ১৪:৩৩:৩৪
এক বছর পর মুশফিকের সেঞ্চুরি, স্বস্তিতে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরে এসেছেন সাদমান ইসলাম। তবে এই মিস হতাশ করেননি অভিজ্ঞ মুশফিকুর রহিম।

এক বছর পর পাকিস্তানের বিপক্ষে তাদেরই মাটিতে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি করলেন মুশফিক। এদিন মুশফিকের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে থেকে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে বাংলাদেশ।

বিরতিতে যাওয়ার আগে ৬ উইকেটে স্কোরবোর্ডে ৩৮৯ রান জমা করেছে বাংলাদেশ। ১০১ রানে অপরাজিত আছেন মুশফিক। ১৭ রানে তাকে সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এখন পিছিয়ে ৫৯ রানে।

এদিন সকালের শুরুতেই নাসিম শাহর বলে সাজঘরে ফিরতে হয় লিটন দাসকে। লিটন ফিরেন ৭৮ বলে ৫৬ রান করে। এরপর মিরাজকে নিয়ে দলকে টানেন মুশফিক। তুলে নেন সেঞ্চুরি। অপরপ্রান্তে মিরাজ মুশফিককে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছেন।

অবশ্য সকালের শুরুতেই ফিরতে পারতেন মুশফিক। দিনের ষষ্ঠ ওভারে মোহাম্মদ আলির লেংথ ডেলিভারিতে একটু পিছিয়ে খেলার চেষ্টায় বলের লাইন মিস করেন অভিজ্ঞ এই ব্যাটার।

বল প্যাডে আঘাত করার পর আবেদন করতেই আঙুল তুলে দেন আম্পায়ার রিচার্ড কেটেলবরো। তবে লিটনের সঙ্গে কথা বলে ২ সেকেন্ড বাকি থাকতে রিভিউ নেন মুশফিক।

টিভি রিপ্লেতে দেখা যায় বল বেরিয়ে যেতো স্টাম্পের বাইরে দিয়ে। যার ফলে নিজের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হন কেটেলবরো। আর সেই সুযোগ কাজে লাগিয়ে সেঞ্চুরি আদায় করে নিয়েছেন মুশফিক।

এর আগে ২০২৩ সালের এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন মুশফিক।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে