ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ারবাজারে খাতভিত্তিক শেয়ার দরে পতনের রেকর্ড

২০২৪ আগস্ট ২৩ ২০:০৯:৫০
শেয়ারবাজারে খাতভিত্তিক শেয়ার দরে পতনের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে সাপ্তাহিক (১৮-২২ আগস্ট) রিটার্নে শেয়ারবাজারে খাতভিত্তিক পতনের রেকর্ড হয়েছে। আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে প্রায় ২০৪ পয়েন্ট। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে মাত্র ৩২টির, কমেছে ৩৫৭টির, অপরিবর্তিত রয়েছে ৫টি এবং লেনদেন হয়নি ১৯টির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ২১ খাতের মধ্যে ২১ খাতের শেয়ারেরই পতন হয়েছে এবং পতনের মাত্রাও ছিল অনেক বেশি। সপ্তাহজুড়ে পতনের তান্ডবে শেয়ারবাজার রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়ে। এমন বিপর্যয় এর আগের পতনের সপ্তাহগুলোতে তেমন দেখা যায়নি। যদিও সপ্তাহের শেষ কর্মদিবসে উভয় বাজারে কিছুটা আলোর ঝলকানি দেখা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে ভীতিকর অবস্থায় পড়েছে পেপার ও প্রিন্টিং খাত। এখাতে শেয়ারদর কমেছে ৯.৬৪ শতাংশ। খাতটির ৬টি কোম্পানির মধ্যে সবগুলো কোম্পানির শেয়ার দরেই বড় পতন হয়েছে। এখাতের খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার প্রতিদিনই সর্বনিম্ম দামে ক্রেতাশুন্য অবস্থায় থেকেছে। আগের সপ্তাহেও বিনিয়োগকারীরা শেয়ারটির দরে এমন ভীতিকর অবস্থা অবলোকন করেছে।

সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় বিপর্যয়ের খাত ছিল টেলিযোগাযোগ খাত। আলোচ্য সপ্তাহে এখাতে শেয়ারদর কমেছে ৮.৭৮ শতাংশ। তবে আগের সপ্তাহে খাতটির তিনটি কোম্পানির শেয়ারেই ছিল বড় উত্থান। খাতটির বিনিয়োগকারীরা মুনাফা তোলাতে বিদায়ী সপ্তাহে এটি সংশোধনে ছিল।

এছাড়া, আলোচ্য সপ্তাহে গড়ে শেয়ারদর কমেছে সাধারণ বিমায় ৮.৫০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ডে ৭.০৪ শতাংশ, জীবন বিমায় ৭.০৩ শতাংশ, আর্থিক খাতে ৬.৮৯ শতাংশ, বস্ত্রে ৬.৮৯ শতাংশ, ভ্রমণ ও অবকাশে ৬.৪৪ শতাংশ, সিমেন্টে ৬.১৮ শতাংশ, আবাসন ও সেবায় ৫.৯২ শতাংশ, তথ্যপ্রযুক্তিতে ৫.৪০ শতাংশ, প্রকৌশলে ৫.০১ শতাংশ, পাটে ৪.০৩ শতাংশ, ফার্মা ও রসায়নে ৩.৯৫ শতাংশ, ট্যানারিতে ৩.৩৬ শতাংশ,খাদ্য ও আনুষঙ্গিকে ৩.১৩ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.১১ শতাংশ, বিবিধ ২.১১ শতাংশ এবং ব্যাংক খাতে ০.০২ শতাংশ।

এতে দেখা যায়, বিদায়ী সপ্তাহে ব্যাংক খাতের বিনিয়োগকারীরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিয়েছেন। বাকি ২০ খাতের বিনিয়োগকারীদের রক্তক্ষরণ সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে