ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

সিডিবিএলের ভাইস চেয়ারম্যান নুরুল ফজল বুলবুলের পদত্যাগ

২০২৪ আগস্ট ২২ ২৩:০৫:১৮
সিডিবিএলের ভাইস চেয়ারম্যান নুরুল ফজল বুলবুলের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর থেকে পদত্যাগ করেছেন আলোচিত ব্যবসায়ী নেতা একেএম নুরুল ফজল বুলবুল। তিনি প্রতিষ্ঠানটির ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সিডিবিএলের পরিচালনা পর্ষদ বরাবর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র প্রেরণ করেন আওয়ামী লীগের বহিস্কৃত এই নেতা।

পদত্যাগপত্রে নুরুল ফজল বুলবুল বলেন, ছয় মাস আমি সম্প্রসারিত প্রস্টেট এবং ডান হাঁটুতে আঘাতের জন্য ব্যাংকক হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। এই সময়ের মধ্যে আমার হার্টের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১০ জুলাই শেষ বোর্ড মিটিংয়ে জানানো হয়, আমার সম্পূর্ণ বিশ্রাম দরকার। তাই এই অনিবার্য পরিস্থিতির জন্য আমি সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড বোর্ডের ভাইস চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।

নুরুল ফজল বুলবুল দেশের ৪০টি বেসরকারি ব্যাংকের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর প্রতিনিধি হিসেবে সিডিবিএলের সেবা করার সুযোগ এবং দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় ধরে আস্থা রাখার জন্য সিডিবিএলের পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান এবং তাদের দোয়া কামনা করেন।

প্রসঙ্গত, সিডিবিএল হচ্ছে ইলেকট্রনিক পদ্ধতিতে শেয়ার সংরক্ষণকারী একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ১৯৯৬ সালে শেয়ারবাজারে ভয়াবহ বিপর্যয়ের পর এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় ১৯৯৯ সালের ডিপোজিটরি অ্যাক্টের আওতায় এই প্রতিষ্ঠান গঠিত হয়।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে