ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

দর বৃদ্ধির তালিকায় ব্যাংক খাতের আধিপত্য

২০২৪ আগস্ট ২২ ১৯:১১:৫৬
দর বৃদ্ধির তালিকায় ব্যাংক খাতের আধিপত্য

নিজস্ব প্রতিবেদক : আগের পাঁচ কর্মদিবস পতনের পর বৃহস্পতিবার (২২ আগস্ট) ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১০টি শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে শেয়ার দর বৃদ্ধিতে ব্যাংক খাতের কোম্পানিগুলোর আধিপত্য ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ যেসব কোম্পানি শেয়ার দর বেড়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১০ শতাংশ দর বেড়েছে স্যোসাল ইসলামী ব্যাংকের। আজ ব্যাংকটির শেয়ার দর ১ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকায়। এদিন ব্যাংকটির মোট ৪০ লাখ ৪ হাজার ৬০৭টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে ব্যাংকটির ৪ কোটি ২৯ লাখ ২ হাজার টাকা লেদেন হয়।

দর বৃদ্ধিতে এর পরেই রয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকটির শেয়ার দর ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। আজ ইসলামী ব্যাংকের মোট ৩৩ লাখ ২২ হাজার ১৫৬টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে ব্যাংকটির ১৪ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকার লেনদেন হয়।

ইউনিয়ন ব্যাংকের শেয়ার দর ৬০ পয়সা বা ৯.৩৭ শতাংশ বেড়েছে। ব্যাংকটির মোট ৪১ লাখ ৮৮ হাজার ৬১টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে ব্যাংকটির ২ কোটি ৮৭ লাখ ৬৭ হাজার টাকার লেনদেন হয়েছে।

দর বৃদ্ধিতে অবদান রয়েছে ন্যাশনাল ব্যাংকেরও এই ব্যাংকটির শেয়ার দর ৭০ পয়সা বা ৯.৩৩ শতাংশ বেড়েছে। ব্যাংকটির মোট ১ কোটি ৯ লাখ ৫৯ হাজার ৯৪টি শেয়ার হাত বদল হয়েছে। আর ব্যাংকটির ৮ কোটি ৮৫ লাখ ৯৯ হাজার টাকার লেনদেন হয়েছে।

গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ার দর ৬০ পয়সা বা ৯.২৩ শতাংশ বেড়েছে। ব্যাংকটির ১ কোটি ৯৬ লাখ ১০ হাজার ৬১৬টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে ব্যাংকটির ১৩ কোটি ৪৯ লাখ ২০ হাজার টাকার লেনদেন হয়েছে।

ওয়ান ব্যাংকের ৮০ পয়সা বা ৮.৭৯ শতাংশ বেড়েছে। ব্যাংকটির ৫১ লাখ ৭০ হাজার ৪১টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে ব্যাংকটির ৪ কোটি ৯৪ লাখ ২৬ হাজার টাকার লেনদেন হয়েছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৬০ পয়সা বা ৮.৭০ শতাংশ বেড়েছে। আজ ব্যাংকটির ১ কোটি ৮ লাখ ১৬ হাজার ৬০৩টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে ব্যাংকটির ৭ কোটি ৯০ লাখ ৪১ হাজার টাকার লেনদেন হয়েছে।

এছাড়া এবি ব্যাংকের ৮.১৬ শতাংশ,এনসিসি ব্যাংকের ৬.০৩ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৫.৬১ শতাংশ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫.৫১ শতাংশ, যমুনা ব্যাংকের ৫.৩২ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৫.১৫ শতাংশ বেড়েছে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে