ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ভারতে ওষুধ তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত ১৭

২০২৪ আগস্ট ২২ ১৭:৪৭:৫৭
ভারতে ওষুধ তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত ১৭

আন্তর্জাতিক : পার্শ্ববর্তী দেশ ভারতের অন্ধ্রপ্রদেশে একটি বেসরকারি ওষুধ তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২১ আগস্ট) রাজ্যের অলকাপল্লি জেলার এক ওষুধ কারখানায় এ ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে ডয়চে ভেলে জানিয়েছে, এ ঘটনায় নিহত হয়েছে অন্তত ১৭ জন। এছাড়া গুরুতর আহত হয়েছে আরও ৪০ জন।

প্রতিবেদনে বলা হয়, অচ্যুতাপুরম অর্থনৈতিক অঞ্চলে একটি এসসেন্টিয়া কোম্পানির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য এনটিআর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ৪০ একর জমির উপর নির্মিত হয়েছিলো সেই কারখানাটি। অন্ধ্রপদেশের শিল্পসচিব এন যুবরাজ জানিয়েছেন, উদ্ধারকাজ শেষ হয়েছে। ৪০ জন আহত হয়েছেন।

অবশ্য বিস্ফোরণের কারণ এখন পর্যন্ত জানায়নি প্রতিষ্ঠানটি। তবে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের সন্দেহ কেমিক্যাল রিঅ্যাকটরে বিস্ফোরণ হয়েছে। কর্মকর্তারা ক্লোজ সার্কিট টিভির ফুটেজ খতিয়ে দেখছেন। তারা আহতদের সঙ্গেও কথা বলছেন। কারো ভুলের জন্য বিস্ফোরণ হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

অপরদিকে, রাজ্যের শ্রমমন্ত্রী বাসামশেট্টি সুভাষ বলেছেন, মধ্যাহ্নভোজের সময় বিস্ফোরণ হয়। তিনি জানিয়েছেন, মৃতদের চিহ্নিত করার কাজ চলছে। ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া বেরোচ্ছিল। তাই উদ্ধারকাজ কঠিন ছিল।

তারিক/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে