ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

লেনদেন বেড়েছে ১৫ খাতে, সর্বোচ্চ ব্যাংকে

২০২৪ আগস্ট ১৭ ১০:১৪:০৫
লেনদেন বেড়েছে ১৫ খাতে, সর্বোচ্চ ব্যাংকে

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২১টি খাতের মধ্যে ১৫ খাতে টাকার পরিমাণে লেনদেন বিদায়ী সপ্তাহে বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেন বাড়া ১৫ খাতের মধ্যে লেনদেন সবচেয়ে বেশি হয়েছে ব্যাংক খাতে। এই খাতে ৩১৬ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে খাতটিতে লেনদেন হয়েছিল ১৫৫ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকার।অর্থাৎ সপ্তাহের ব্যবধানে খাতটিতে লেনদেন ১৫৯ কোটি ৯০ লাখ ৭০ হাজার টাকা বা ১০৩ শতাংশ বেড়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতে। এই খাতে বিদায়ী সপ্তাহে ১৮৮ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে এই খাতে লেনদেন হয়েছিল ১৬৭ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে খাতটিতে ২০ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টাকা বা ১২.৪১ শতাংশ বেশি লেনদেন হয়েছে।

আর তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে টেলিযোগাযোগ খাতে। এই খাতে সপ্তাহটিতে ১৩৭ কোটি ৬৩ লাখ ১০ হাজার টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে খাতটিতে লেনদেন হয়েছিল ২৪ কোটি ২৬ লাখ ২০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে খাতটিতে লেনদেন ১১৩ কোটি ৩৬ লাখ ৯০ হাজার টাকা বা ৪৬৭ শতাংশ বেড়েছে।

এছাড়া অন্যান্য খাতের মধ্যে বস্ত্র খাতে ১১৬ কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকার, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১০২ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকার, প্রকৌশল খাতে ৬৬ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকার, আর্থিক খাতে ৫৪ কোটি ৯২ লাখ ৭০ হাজার টাকার, লাইফ ইন্স্যুরেন্স খাতে ৪৮ কোটি ৬৬ লাখ ২০ হাজার টাকার, তথ্যপ্রযুক্তি খাতে ৩৬ কোটি ৩৫ লাখ ৭০ হাজার টাকার, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৫ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকার, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩৫ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকার, সিমেন্ট খাতে ২৬ কোটি ২৩ লাখ ৬০ হাজার টাকার, পেপার ও প্রিন্টিং খাতে ১২ কোটি ১৭ লাখ টাকার, সিরামিক খাতে ৯ কোটি ৯ লাখ ৮০ হাজার টাকার এবং চামড়া খাতে ৮ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে