ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বদলে গেলো বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টির ভেন্যু

২০২৪ আগস্ট ১৪ ১০:৪৮:৩০
বদলে গেলো বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টির ভেন্যু

ক্রীড়া প্রতিবেদক : প্রায় ৫ বছর পর ভারত সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে ২০২৪-২৫ আন্তর্জাতিক মৌসুম শুরু করবে ভারত। বাংলাদেশের বিপক্ষে সিরিজগুলোর সূচি প্রকাশ করেছে ভারত। যেখানে পরিবর্তন এনেছে টি-টোয়েন্টির ভেন্যু।

বিসিবি সূত্রে জানা গেছে, আসছে সেপ্টেম্বরে-অক্টোবরে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ভারতে উড়াল দেবে নাজমুল হোসেন শান্তর দল।

নাজমুল হোসেন শান্তদের বিপক্ষে হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হওয়ার কথা ছিল ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।

তবে দিনক্ষণ ঠিক থাকলেও ধর্মশালার পরিবর্তে ৬ সেপ্টেম্বরের ম্যাচটি অনুষ্ঠিত হবে গোয়ালিয়রে। ধর্মশালার ড্রেসিংরুমের উন্নয়ন ও সংস্কার কাজের জন্যই এমন পরিবর্তন আনা হয়েছে।

২০১০ সালের পর এবারই প্রথম আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়াবে নবনির্মিত শ্রীমান মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে। সবশেষ ২০১০ সালের ফেব্রুয়ারিতে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে খেলেছিল ভারত। সেই ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন শচীন টেন্ডুলকার।

এবার সেখানে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এদিকে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ হবে ৯ ও ১২ অক্টোবর। ভেন্যু হিসেবে আগের মতোই থাকছে দিল্লি ও হায়দরাবাদ।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, চেন্নাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রথম টি-টোয়েন্টির। পরের ম্যাচটি হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেন্সে।

তবে নতুন সূচি অনুযায়ী প্রথম ম্যাচটি চেন্নাইয়ের পরিবর্তে কলকাতায় এবং দ্বিতীয় টি-টোয়েন্টি কলকাতার বদলে হবে চেন্নাইয়ে। সিরিজের বাকি ম্যাচের ভেন্যু একই থাকছে।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে