ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়লেন তাসকিন

২০২৪ আগস্ট ১২ ১৭:২৫:০৯
পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়লেন তাসকিন

ক্রীড়া প্রতিবেদক : দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে ক্রিকেটারদের অনুশীলনে ব্যাঘাত ঘটছে। তাই নির্ধারিত সময়ের চার দিন আগেই পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছে শান্ত বাহিনী।

জানা যায়, মূলত, সেখানে গিয়ে নিজেদের ভালোভাবে প্রস্তুত করতেই এমন সিদ্ধান্ত বিসিবির। সোমবার (১২ আগস্ট) হযরত শাহজালাল বিমানবন্দর থেকে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল।

কাঁধের চোটের কারণে টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন তাসকিন আহমেদ। যে কারণে চলতি বছরে টাইগারদের হয়ে এখনো পর্যন্ত সাদা পোশাকের কোনো ম্যাচে খেলেননি এই স্পিড স্টার। তবে বিরতি কাটিয়ে আবারো পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরছেন তাসকিন।

সোমবার বিমানবন্দরে দলের সঙ্গে ছিলেন তাসকিনও। যদিও একটি মাত্র টেস্ট খেলবেন তিনি। ওভারলোডের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত বিসিবির।

দেশ ছাড়ার আগে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই পেসার জানিয়েছেন নিজের টেস্ট ক্রিকেটে ফেরা নিয়ে।

তিনি বলেন, ‘অবশ্যই আমি এক্সাইটেড অনেকদিন পর টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে। সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে। কারণ আপনারা যারা ক্রিকেট অনুসরণ করেন কম বেশি জানেন যে আমার কাঁধের সমস্যা রয়েছে। এর জন্য টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলাম, যাতে করে আমার শোল্ডার ভালো থাকে।’

এসময় নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে তাসকিন বলেন, ‘দেশকে যেন বড় (টেস্ট) সংস্করণে ম্যাচ জেতাতে পারি এটাই। আল্লাহ ভরসা ইনশাআল্লাহ আপনারাও দোয়া করেন। সবকিছু পরিবর্তন হয়েছে আমাদের পারফরম্যান্সও যেন ভালো হয় এবং সবাইকে যেন একটু খুশি করতে পারি, ইনশাআল্লাহ দোয়া করবেন।’

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে