ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সম্পর্ক আরও উন্নত হবে: মমতা

২০২৪ আগস্ট ০৯ ১৫:০৭:৪২
সম্পর্ক আরও উন্নত হবে: মমতা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন ও শুভকামনা জানিয়ে বলেছেন, আশা করছি নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরও উন্নত হবে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মমতা লিখেছেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূস সহ বাংলাদেশে যাঁরা কার্যভার গ্রহণ করেছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইলো। আশা করি, তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো উন্নত হবে।

তিনি লিখেন, ‘বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরো ভালো হোক - এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো।’

তিনি আরও লিখেন, আশা করি, খুব শীঘ্রই সংকট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে, আমরাও ভালো থাকবো।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার তাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

তারিক/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে