ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

অসহযোগ আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে ভয়াবহ পতন

২০২৪ আগস্ট ০৪ ১৫:০১:২৩
অসহযোগ আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে ভয়াবহ পতন

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন আজ রোববার (০৪ আগস্ট) শেয়ারবাজারে ভয়াবহ পতন হয়েছে।

এদিন লেনদেনের শুরুতেই দুই শতাধিক প্রতিষ্ঠানের শেয়ার ও ফান্ড ক্রেতাশুন্য হয়ে যায়। লেনদেনের ৫ মিনিটের মাথায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক উধাও হয়ে যায় ১০২ পয়েন্ট।

এরপর সময় যতই অতিবাহিত হচ্ছিল, ক্রেতাহীন প্রতিষ্ঠানের সংখ্যাও ততো বৃদ্ধি পাচ্ছিল। লেনদেনের এক ঘন্টার মাথায় তিন শতাধিক প্রতিষ্ঠানের শেয়ার ও ফান্ড ক্রেতাহীন দেখা যায়। এই সময়ে ডিএসইর প্রধান সূচক ১১৫ পয়েন্টের বেশি গায়েব হয়ে যায়। যা শেষ বেলায় অ্যাডজাস্টমেন্ট প্রাইসে ১০৪ পয়েন্টের বেশিতে স্থির হয়।

রোববারের বাজার পর্যালোচনা

আজ রোববার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২২৯ পয়েন্টে। আগেরদিন ডিএসইএক্স বেড়েছিল ৫৩ পয়েন্ট।

এদিন ডিএসইতে ২০৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫৫২ কোটি ৭৬ লাখ টাকা। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৩৪৪ কোটি ৯৩ লাখ বা ৬২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬টি বা ১.৫১ শতাংশের। আর দর কমেছে ৩৭২টি বা ৯৩.৭০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৯টি বা ৪.৭৯ শতাংশের।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে