ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
Sharenews24

কোটা আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে জামাল ভূঁইয়ার ভিডিওবার্তা

২০২৪ আগস্ট ০৩ ১৬:২৭:৪৩
কোটা আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে জামাল ভূঁইয়ার ভিডিওবার্তা

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তা দিয়েছেন। সেই বার্তায় এই মিডফিল্ডার আহ্বান করেছেন যেন দেশের সম্পদের কেউ ক্ষতি না করে।

ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘ছাত্রদের আন্দোলনকে সবাই সমর্থন করুন। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন দেশের সম্পদ আর মানুষের ক্ষতি কেউ না করে। দেশের সকল ছাত্রদের পক্ষে আমরা সবসময় আছি। ’

তিনি বলেন, ‘সবাইকে অনুরোধ করব সচেতন থাকার জন্য। যেন কোনোভাবে কারও জানমালের ক্ষতি না হয়। আল্লাহ হাফেজ। ’

দেশব্যাপী চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ-সহিংসতা ও হতাহতের ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন বহু তারকাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে টেলিভিশন ও সংগীত অঙ্গনের অনেক তারকা থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের অনেক খেলোয়াড়রা কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে