ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

১১ বছরের মেয়েকে উত্তরসূরি বানাচ্ছেন কিম উন

২০২৪ জুলাই ৩০ ২১:৪০:৪৪
১১ বছরের মেয়েকে উত্তরসূরি বানাচ্ছেন কিম উন

নিজস্ব প্রতিবেদক : উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বিশ্বের শীর্ষ সৈরশাসকদের অন্যতম। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন উত্তর কোরিয়ার এই শাসক।

দক্ষিণ কোরিয়ার গুপ্তচর সংস্থা জানিয়েছে, কিম জং উনের স্বাস্থ্যের অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে তার। এই অবস্থায় নিজের উত্তরসূরি হিসেবে ছোট মেয়েকে প্রস্তুত করছেন তিনি।

দ্য সান সোমবারের এক প্রতিবেদনে বলেছে, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা ৪০ বছর বয়সী কিম, ওজনও অনেক বেড়েছে।

পাঁচ ফুট আট ইঞ্চি লম্বা কিমের আগে ওজন ছিল ১৪০ কেজি। তবে এখন কিছুটা কমেছে বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ছোট মেয়েকে সর্বোচ্চ নেতা বানাতে এরই মধ্যে তাকে প্রশিক্ষণও দিচ্ছেন কিম। তার বয়স এখন মাত্র ১১ বছর বলে জানা গেছে।

কিমের মেয়ের নাম কিম জু অ্যা। তার ব্যক্তিগত তথ্য তেমন একটা জানা যায় না। তবে বাবার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় তাকে।

অতিরিক্ত মদ্যপান এবং ধূমপানের জন্য কিম হৃদরোগের সমস্যায় ভুগছেন বলে নানা গণমাধ্যমে তথ্য এসেছে।

কিমের বাবা কিম জন–ইল মারা যাওয়ার পর ২০১১ সালে ক্ষমতার উত্তরাধিকারী হন তিনি। তার বাবা–দাদা দুজনেই হৃদরোগে মারা যান।

ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস) দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদদের জানিয়েছে, কিমের ওজন এখনও ১৪০ কেজির মতো। তাই হৃদরোগের উচ্চ ঝুঁকিতে রয়েছেন তিনি।

ন্যাশনাল ইন্টেলিজেন্স জানিয়েছে, কিমের মেয়েই হতে পারেন তার উত্তরসূরি। গোপনীয়তার কারণে উত্তর কোরিয়া তার বয়স প্রকাশ না করলেও এনআইএস বিশ্বাস করে, তার বয়স প্রায় ১১ বছর।

সানের প্রতিবেদন বলছে, যদিও কিমের মেয়েকে এখনও আনুষ্ঠানিকভাবে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করা হয়নি, তবে ২০২২ সালের শেষের দিক থেকে বাবার সাথে অসংখ্য ইভেন্টে যোগ দিতে দেখা গেছে তাকে।

মামুন/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে