ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সৌদিতে ধূলিঝড়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৪

২০২৪ জুলাই ২৮ ১৩:০২:৫৫
সৌদিতে ধূলিঝড়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদের আল রায়ান এবং আসির প্রদেশের বিসা সংযোগকারী সড়কে ধুলো ঝড়ের কবলে পড়ে ১৩টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে।

এ ঘটনায় ৪ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত ১৯ জন। শনিবার (২৭ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের তাৎক্ষনিক ভাবে রেড ক্রিসেন্টের মাধ্যমে আল রায়ান জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সোস্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৩টি গাড়ি। মূলত ধূলিঝড়ের কারণে রাস্তা দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। গাড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে এবং রাস্তার পাশে পড়ে ছিল।

উল্লেখ্য, গত মাসে দেশটির তাবুকে শ্রমিকবাহী একটি গাড়ি উল্টে অন্তত চারজনের মৃত্যু হয়।

তারিক/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে