ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

বাংলাদেশ নিয়ে বিজেপি আমার মন্তব্য বিকৃত করেছে: মমতা

২০২৪ জুলাই ২৭ ১৫:৩৫:৩৫
বাংলাদেশ নিয়ে বিজেপি আমার মন্তব্য বিকৃত করেছে: মমতা

নিজস্ব প্রতিবেদক : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বাংলাদেশ নিয়ে আমার মন্তব্য বিজেপি নেতারা বিকৃত করেছে। বাংলাদেশকে ভুল বোঝানো হয়েছে।

শুক্রবার (২৭ জুলাই) নয়া দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মমতা।

তিনি বলেন, জাতিসংঘের সনদে রয়েছে কোনো দেশের মানুষ শরণার্থী হলে তাকে প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় দেওয়া উচিত। আমি কি ভুল বলেছি?

এসময় সাংবাদিকরা প্রশ্ন করেন, পররাষ্ট্রনীতি তো ভারতের কেন্দ্রীয় সরকারের ভাবার বিষয়। এরজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আছেন। সাংবাদিকদের এমন কথায় মমতা ক্রুদ্ধ হয়ে যান এবং বলেন, 'আমাকে যুক্তরাষ্ট্রীয় আইন কাঠামো শেখাবেন না। আমি সাতবারের সংসদ সদস্য এবং পাঁচবারের মন্ত্রী ছিলাম। যুক্তরাষ্ট্রীয় আইন কাঠামো কী, তা আমি জানি। '

তিনি আরও বলেন, বিজেপি আমার বক্তব্য নিয়ে রাজনীতি করছে। তারা বাংলাদেশকে ভুল বোঝাচ্ছে।

মমতার এহেন মন্তব্যের প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশের যেকোনো বিষয়ে মন্তব্য করার ক্ষমতা শুধুমাত্র ভারতীয় কেন্দ্রীয় সরকারের। এসব বিষয়ে রাজ্য সরকারের কেউ কোনো মন্তব্য করতে পারেনা।

তারিক/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে