ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

যে কারণে কমলা হ্যারিসকে সমর্থন দেননি ওবামা

২০২৪ জুলাই ২৫ ১৪:১১:৫২
যে কারণে কমলা হ্যারিসকে সমর্থন দেননি ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : ডেমোক্রেটিক পার্টির অনেক নেতা কমলা হ্যারিসকে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সমর্থন করলেও দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তা করেননি। তিনি মনে করেন, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারানোর ক্ষমতা কমলা হ্যারিসের নেই। নিউইয়র্ক পোস্টের খবর

প্রতিবেদনে বলা হয়, একটি সূত্র নিউইয়র্ক পোস্টকে জানায়, ‘প্রেসিডেন্ট প্রার্থীতার দৌড়ে কমলা হ্যারিস এগিয়ে যাওয়ায় বারাক ওবামা হতাশ হয়েছেন। তিনি মনে করেন, কমলা হ্যারিস কোনোভাবেই জয়ী হতে পারবেন না।’

সূত্রটি জানায়, ‘ওবামা বলেছেন যে, কমলা হ্যারিস কখনো সীমান্ত পরিদর্শন করেননি। অভিবাসী সম্পর্কে তাঁর কোনো ধারণা নেই। অভিবাসীদের স্বাস্থ্যবীমা থাকা উচিত, তা তিনি জানেনই না। এসব ছাড়াও তাঁর আরও অনেক অযোগ্যতা রয়েছে।’

ওই সূত্র আরও জানায়, ‘ওবামা মনেপ্রাণে চাইছিলেন, জো বাইডেন নির্বাচন থেকে সড়ে দাঁড়ান। এ জন্য তিনি হলিউড অভিনেকা জর্জ ক্লুনিকে দিয়ে মার্কিন গণমাধ্যমগুলোতে একটি নিবন্ধও লিখিয়েছিলেন। এসবই ছিল বাইডেনকে প্রেসিডেন্ট প্রার্থীতা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার অংশ।’

আগামী মাসে ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই কনভেনশনে অ্যারিজোনার সিনেটর মার্ক কেলিকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সমর্থন দেবেন বলে মনস্থির করেছিলেন বারাক ওবামা। তবে এরইমধ্যে বেশির বেশিরভাগ ডেমোক্রেটিক নেতা কমলা হ্যারিসের প্রতি সমর্থন জানানোয় ওবামা বেশ ক্ষুব্ধ ও হতাশ হয়েছেন।

নাম না প্রকাশের শর্তে সূত্রটি নিউইয়র্ক পোস্টকে বলেন, ক্ষুব্ধ ওবামা সম্ভবত ন্যাশনাল কনভেনশনে যোগ দেবেন না।

তবে ভিন্ন তথ্য জানিয়েছে এনবিসি নিউজ। বৃহস্পতিবার (২৫ জুলাই) সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, কমলা হ্যারিসকে সমর্থন জানাতে যাচ্ছেন বারাক ওবামা। তিনি হ্যারিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছেন। ওবামার ঘনিষ্ঠ কেউ কেউ এনবিসি নিউজকে বলেছেন, নির্বাচনী প্রচারে খুব শিগগিরই কমলা হ্যারিসের পাশে ওবামাকে দেখা যাবে।

দেশটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কমলা হ্যারিস এরই মধ্যে ১ হাজার ৯৭৬ জন ডেলিগেটের সমর্থন পেয়েছেন। ডেমোক্রেটিক পার্টিতে ডেলিগেটের সংখ্যা প্রায় ৪ হাজার। প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য দলের জাতীয় সম্মেলনে সহস্রাধিক ডেলিগেটের সমর্থন পাওয়াই যথেষ্ট।

সোমবার (২২ জুলাই) এক বিবৃতিতে কমলা হ্যারিস বলেন, ‘দলের প্রার্থী নির্বাচিত হতে আজ রাতে আমি বড় পরিসরে সমর্থন পেয়েছি। এ নিয়ে আমি গর্বিত।’

এরপরই জোরালোভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন কমলা হ্যারিস। কথা বলতে শুরু করেছেন তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের বিরুদ্ধেও। ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে নির্বাচনী প্রচারের সময় কমলা হ্যারিস বলেন, ‘ট্রাম্প ভীষণভাবে নারীবিদ্বেষী ও নারী নিপীড়নকারী। তিনি নিজের স্বার্থে আইন ভঙ্গ করতেও কুণ্ঠাবোধ করেন না।’

তারিক/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে