ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বাংলাদেশের পরিস্থিতিতে নজর রাখছে আইসিসি

২০২৪ জুলাই ২৪ ২২:১০:০৯
বাংলাদেশের পরিস্থিতিতে নজর রাখছে আইসিসি

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকুরীতে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে।

দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতীশীল হয়ে যাওয়ার আশঙ্কায় সবশেষ পাঁচদিন পুরো বাংলাদেশের ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল।

তবুও পরিস্থিতিতে শান্ত না হওয়ায় সেনাবাহিনী মোতায়েন করতে বাধ্য হয় সরকার। সেনাবাহিনী নামার পর দেশে কারফিউ দেয়া হয়। মাঝে তিনদিন সাধারণ ছুটিও ছিল।

অবশেষে কারফিউ শিথিল করে খুলে দেয়া হচ্ছে দেশের অফিস-আদালত। এমনকি টানা কয়েকদিন ইন্টারনেট বন্ধ থাকার পর পর্যায়ক্রমে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হচ্ছে।

বাংলাদেশের এমন পরিস্থিতিতে আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের পরিস্থিতিতে নজর রাখছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এ ছাড়া শ্রীলঙ্কায় বার্ষিক সাধারণ সভা করেছে আইসিসি। ১৯ থেকে ২২ জুলাই হওয়া সভায় আলোচনার একটা অংশে ছিল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। আগামী অক্টোবরে ঢাকা ও সিলেটে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় নজর রাখছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির একটি সূত্র ক্রিকবাজকে এমন তথ্য জানিয়েছে।

কলম্বোর সভা শেষে আইসিসির এক কর্মকর্তা বলেন, ‘আমরা পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি। যদিও টুর্নামেন্ট শুরু হতে কিছুটা সময় বাকি আছে। এদিকে পরিস্থিতি গত ২৪ ঘণ্টায় আরও উন্নতি হয়েছে।’

মামুন/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে