ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ইন্দোনেশিয়ার সাবেক কৃষিমন্ত্রীর ১০ বছরের কারাদণ্ড

২০২৪ জুলাই ১১ ১৮:৪৩:২৯
ইন্দোনেশিয়ার সাবেক কৃষিমন্ত্রীর ১০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতির দায়ে ইন্দোনেশিয়ার সাবেক কৃষিমন্ত্রী শাহরুল ইয়াসিন লিম্পোকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির দুর্নীতি দমন আদালত।​ বৃহস্পতিবার (১১ জুলাই) রাজধানী জাকার্তায় দুর্নীতি দমন আদালতের প্রধান বিচারক রিয়ান্টো অ্যাডাম পন্টোহ এই রায় দিয়েছেন।

কারাদণ্ডের পাশাপাশি লিম্পোকে ৩০০ মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়া জরিমানা এবং প্রায় ১৪.৬ বিলিয়ন রুপিয়া ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। এই মামলার অন্য দুই আসামি কৃষি মন্ত্রণালয়ের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রত্যেককে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে বিচারক রিয়ান্তো অ্যাডাম পন্টোহ বলেন, ‘আসামি আইনত ও নিশ্চিতভাবে দুর্নীতির দায়ে দোষী প্রমাণিত হয়েছেন। সরকারি কর্মকর্তা হিসেবে তিনি ভালো উদাহরণ ছিলেন না। তিনি যা করেছেন তা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সরকারের প্রচেষ্টার বিপক্ষে অবস্থান নিয়ে নিজেকে সমৃদ্ধ করেছেন।’

স্থানীয় নিউজ চ্যানেল কমপাস টিভি প্রসিকিউটদের বরাত দিয়ে জানিয়েছে, লিম্পো নিজে এবং অন্যান্য কর্মকর্তাদের সম্পৃক্ত করে দুর্নীতি, ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তির মাধ্যমে ৪৪ বিলিয়নের বেশি ইন্দোনেশিয়ান রুপিয়া আত্মসাত করেছেন বলে প্রমাণিত হয়েছে।

রায়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন লিম্পো। এসময় তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি আদালতের সিদ্ধান্তকে সম্মান করেন বলেও জানান লিম্পো।

তারিক/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে